বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪

জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা সংশপ্তক প্যানেলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ‘সংশপ্তক পর্ষদ’। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

সংশপ্তক প্যানেলের প্রার্থীরা

ভিপি প্রার্থী ছাড়াই ‘সংশপ্তক পর্ষদ’ নামে গঠিত প্যানেলটি জিএসসহ পাঁচটি পদে প্রার্থী দিয়েছিল।

  • জিএস পদে: ছাত্র ইউনিয়নের সভাপতি (একাংশ) জাহিদুল ইসলাম ইমন

  • যুগ্ম সাধারণ সম্পাদক (নারী): সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সংগঠক সোহাগী সামিয়া জন্নাতুল ফেরদৌস

  • তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: সৈয়দ তানজিম আহমেদ

  • শিক্ষা ও গবেষণা সম্পাদক: তানজিল আহমেদ

  • সহ-সমাজসেবা ও মানব উন্নয়ন সম্পাদক (নারী): সাদিয়া ইমরোজ ইলা

অনিয়মের অভিযোগ

সংশপ্তক প্যানেল তাদের বিজ্ঞপ্তিতে একাধিক অনিয়মের অভিযোগ তোলে। প্রধান অভিযোগগুলো হলো—

  1. ছাত্রী সংস্থার মেয়েদের জাল ভোটের অভিযোগ; ১৫ নম্বর ছাত্রী হলে পূর্ণ করা ব্যালট পাওয়া গেছে।

  2. শহীদ সালাম বরকত হলে ভোটার ২৯৯ হলেও পাঠানো হয়েছে ৪০০ ব্যালটপেপার।

  3. ভোটার তালিকায় ছবি যুক্ত করা হয়নি, ফলে যে কেউ ভোট দিতে পেরেছে। রফিক-জব্বার হলে এর প্রমাণও মিলেছে।

  4. প্রতিটি হলে বহিরাগতদের উপস্থিতি ছিল দৃশ্যমান।

  5. প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ পরিলক্ষিত হয়েছে।

  6. অন্যান্য অনিয়মও চিহ্নিত করা হয়েছে।

ঐক্যের আহ্বান

বিজ্ঞপ্তিতে সংশপ্তক পর্ষদ আরও জানায়—
“আমরা জাকসুতে অংশগ্রহণকারী সব প্যানেল ও শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি, আসুন সবাই মিলে এ অনিয়ম ও ছাত্রশিবিরের ভোট ডাকাতির চক্রান্ত প্রতিহত করি।”

এর আগে ছাত্রদলের বর্জন

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে মওলানা ভাসানী হলের সামনে সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলও জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। তারা অভিযোগ করে বলেন, নির্বাচনে অনিয়ম, জালিয়াতি হয়েছে এবং জামায়াত নেতার প্রতিষ্ঠানের সরবরাহকৃত ব্যালট ও স্ক্যানিং মেশিন ব্যবহার করা হয়েছে।

এই বিভাগের আরো খবর