ব্রেকিং:
জাকসু নির্বাচনের মঞ্চেই নিভে গেল তরুণ শিক্ষিকার আলো শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭

জাকসু নির্বাচনের মঞ্চেই নিভে গেল তরুণ শিক্ষিকার আলো

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে মৃত্যু হলো সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের (২৯)।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালের ডিউটি ম্যানেজার সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

চারুকলা বিভাগের তরুণ শিক্ষক জান্নাতুল ফেরদৌস প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ভোরে ভোট গণনার কাজে যোগ দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলের সামনে হঠাৎই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও আর ফিরিয়ে আনা যায়নি তাকে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষিকাকে মৃত অবস্থায় এনেছিল এবং প্রাথমিক ঘোষণা দেওয়ার পর মরদেহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম জানান, আগের রাতে ভোট গণনার কাজ অসমাপ্ত থাকায় সকালে নতুন করে দায়িত্বে আসেন ওই শিক্ষিকা। সহকর্মীদের সঙ্গেই তিনি সিনেট হলে প্রবেশের সময় অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অকাল প্রয়াণে সহকর্মী ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন।

এই বিভাগের আরো খবর