মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫   কার্তিক ১৯ ১৪৩২   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৫

জনদুর্ভোগ এড়াতে ইউএনও`র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রিয়াদ হোসেন লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫  

কুমিল্লার লাকসামে উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ এর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

১০ সেপ্টেম্বর (বুধবার) সকালে লাকসাম উপজেলা পরিষদ চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো সাধারণ মানুষ অংশ নেন।

 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন , বর্তমান ইউএনও দায়িত্ব গ্রহণের পর থেকে লাকসামের শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসনিক কার্যক্রম, সামাজিক উন্নয়ন ও নাগরিক সেবার মান দৃশ্যমানভাবে উন্নত হয়েছে। তিনি সততা, ন্যায়পরায়ণতা ও জনবান্ধব কার্যক্রমের মাধ্যমে অল্প সময়েই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। এ অবস্থায় হঠাৎ করে তার বদুলি আদেশ জারি হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

বক্তারা আরো বলেন, লাকসামের উন্নয়নমূলক প্রকল্পগুলো ধারাবাহিকভাবে এগিয়ে নিতে হলে বর্তমান ইউএনও'র প্রয়োজন রয়েছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা, ভূমি সেবা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম ও দুর্নীতি দমন কার্যক্রমে তার ভূমিকা প্রশংসনীয়। তাই এ বদলি কোনোভাবেই যৌক্তিক নয়।

 

মানববন্ধনে বিভিন্ন বক্তা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দাবি জানিয়ে বলেন, অবিলম্বে লাকসাম উপজেলা নির্বাহী অফিসারের বদলি আদেশ প্রত্যাহার করতে হবে। অন্যথায় তারা কঠোর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন।

এই বিভাগের আরো খবর