রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯০

ছেলের মৃত্যুর খবর শুনে মায়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৪  

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নিজ ছেলে সাগর মিয়ার মৃত্যুর খবর শুনে মারা গেছেন ওই যুবকের মা মুর্শিদা বেগম। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগর মিয়া মারা যান। এর এক ঘণ্টা পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাগর মিয়ার মা মুর্শিদা বেগম।
মৃত সাগর মিয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার উত্তর পাড়া গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সাগর মিয়ার হার্টের সমস্যা ছিল। বৃহস্পতিবার সকালে সাগর মিয়া স্ট্রোক করলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ছেলের এই মৃত্যুর খবর শুনেই হৃদরোগে আক্রান্ত হন সাগরের মা। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিলে রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সাগর মিয়া পেশায় অটোচালক ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরো খবর