মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৮৫

ছুটি নেই, তাই নিজের বিয়ে লাইভ সম্প্রচার করলেন সাংবাদিক!

তরুণ কন্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন ২০১৯  

গত সপ্তাহে পাকিস্তানের রাজাবাঁধে ধুমধাম করে বিয়ে করেন হানান বুখারি নামের এক পাকিস্তানি সাংবাদিক। এদিনও অফিস থেকে ছুটি পাননি বুখারি। তাই নিজের বিয়ের পুরো অনুষ্ঠান লাইভ সম্প্রচার করেন তিনি। চ্যানেল কর্তৃপক্ষ এই ভিডিও ইউটিউবে আপলোড করলে তা ভাইরাল হয়ে যায়। এটি ফেসবুকেও ভাইরাল হয়। দেড় লাখেরও বেশি বার ভিডিওটি দেখা হয়েছে বলে জানা গেছে।

যুদ্ধবিধ্বস্ত বধ্যভূমি থেকে শুরু করে সমাজের অবক্ষয়ের চোরাবালিতে দাঁড়িয়ে ভ্রুক্ষেপহীন খবর পরিবেশনই একজন জাত সাংবাদিকের পেশা। আর সংবাদ পরিবেশনের নেশাই তাকে ছুটিয়ে নিয়ে যায় অবিরাম। নিজের বিয়েটাই যদি খবরের গ্রাউন্ড-জিরো হয়, তবে কেমন হবে? আর নববধূ যদি হন সেই খবরের মূল আকর্ষণ! এমনই এক অভিনব সংবাদ পরিবেশন করলেন সিটি-৪১ নামের নিউজ টেলিভিশনের সাংবাদিক হানান বুখারি।

বিয়ের সাজেই বুম নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েন হানান বুখারি। বুখারি বুম হাতে স্ত্রীকে প্রশ্ন করেন, ‘কেমন লাগছে আপনার?’
বুখারি বলেন, ‘আজ আমার বিয়ে, ভীষণ খুশির দিন। প্রেম করে আমরা বিয়ে করছি। স্ত্রীর কাছেও দিনটি ভীষণ স্পেশ্যাল।’

বিয়ের আয়োজন সম্পর্কে জানতে চাওয়া হলে কনে বলেন, ‘আমার প্রথম ইচ্ছে পূরণ করার জন্য খুব ভাল লাগছে। সারাজীবন এভাবেই আপনাকে পাশে পেতে চাই।’ বিয়ের অনুষ্ঠানে কনের পছন্দের স্পোর্টসকার ও বাইক নিয়ে আসেন বরপক্ষের লোকেরা।

এই বিভাগের আরো খবর