বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৬ ১৪৩২   ১৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯

ছিলইন ইসলামিয়া আলিম মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

শাহরিয়ার শ্রাবণ

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫  

কুমিল্লার লাকসাম উপজেলায় অবস্থিত ছিলইন ইসলামিয়া আলিম মাদ্রাসায় অত্যন্ত সফল ও সুশৃঙ্খলভাবে ২০২৫ সালের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 

আজ ১০ ডিসেম্বর বুধবার সকাল ৯.৩০ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা আব্দুর রব ফারুকী, সভাপতি, গভর্নিংবডি, অত্র মাদ্রাসা। তিনি তাঁর বক্তব্যে বলেন, নৈতিকতা, আদর্শ ও ধর্মচর্চার মাধ্যমে একজন শিক্ষার্থী সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারে। মাদ্রাসার সার্বিক উন্নয়নে অভিভাবকদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ মনির হোসেন, শিক্ষানুরাগী সদস্য, গভর্নিংবডি, অত্র মাদ্রাসা। তিনি বলেন, মানসম্মত শিক্ষা আজ সময়ের দাবি। মাদ্রাসাগুলোকে আধুনিক শিক্ষা ও প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে নিতে হবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এ.এফ.এম মোজাম্মেল, অধ্যক্ষ, ছিলইন ইসলামিয়া আলিম মাদ্রাসা। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানের পড়ালেখা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবক উভয়ের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। এ সমাবেশের মূল উদ্দেশ্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর মধ্যে সমন্বয় স্থাপন করা।

 

সমাবেশে শিক্ষার্থীদের উপস্থিতি, পুরস্কার বিতরণ, ভবিষ্যৎ পাঠ্যসূচি পরিকল্পনা, পরীক্ষা ব্যবস্থাপনা এবং শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, শিক্ষক-মণ্ডলী ও অভিভাবকবৃন্দ মাদ্রাসার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

সমাবেশের আহ্বায়ক জনাব এ.টি.এম আব্দুর রহমান উপস্থিত সুধী ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এই বিভাগের আরো খবর