বুধবার   ২৯ অক্টোবর ২০২৫   কার্তিক ১৩ ১৪৩২   ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

চীনের ক্ষেপণাস্ত্র উন্নয়নে আরব আমিরাতের প্রযুক্তি সহযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫  

চীনের যুদ্ধবিমানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কার্যক্ষমতা বাড়াতে সংযুক্ত আরব আমিরাতের একটি প্রযুক্তি কোম্পানি চীনের হাতে উন্নত সফটওয়্যার সরবরাহ করেছে-এমন তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস।

 

প্রতিবেদন অনুযায়ী, এই প্রযুক্তি সরবরাহ করেছে আমিরাতভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি জি৪২, যার চেয়ারম্যান দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ২০২২ সালে এই তথ্য জানতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

 

দুটি সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি  জানায়, জি৪২-এর প্রযুক্তি চীনা কোম্পানি হুয়াওয়ের কাছে যায়, যা পরে চীনের পিএল-১৫ ও পিএল-১৭ এয়ার-টু-এয়ার মিসাইলের কর্মক্ষমতা বৃদ্ধি করতে ব্যবহৃত হয়। সফটওয়্যারটি ক্ষেপণাস্ত্রের ফ্লাইট অপ্টিমাইজেশন বা উড্ডয়ন নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়, জি৪২ কর্তৃপক্ষ জানত কি না যে এই প্রযুক্তি সামরিক কাজে ব্যবহৃত হবে, তা স্পষ্ট নয়। মার্কিন কর্মকর্তারা মনে করছেন, এই প্রযুক্তি চীনা যোদ্ধা বিমানের টার্গেট শনাক্ত ও আক্রমণ সক্ষমতা বাড়িয়ে তাইওয়ানকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাতে যুক্তরাষ্ট্রের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

 

আমিরাত কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করলেও ওয়াশিংটন এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং এর প্রভাব দুই দেশের প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতায় পড়তে পারে বলে মনে করা হচ্ছে। মার্কিন কর্তৃপক্ষের মতে, প্রযুক্তিটি “দ্বৈত ব্যবহারের ” অর্থাৎ, বেসামরিক উদ্দেশ্যে তৈরি হলেও তা সহজেই সামরিক ব্যবস্থায় প্রয়োগযোগ্য।

 

২০২২ সালেই যুক্তরাষ্ট্র ও আমিরাতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কিছুটা সংকটে পড়ে। বাইডেন প্রশাসন অভিযোগ করে, রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে আমিরাত ভূমিকা রাখছে। অপরদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন হামলার পর মার্কিন প্রতিক্রিয়াকে দুর্বল মনে করে আমিরাত হতাশা প্রকাশ করে।

 

এর আগে, আবুধাবির উপকূলে চীনা নির্মাণ প্রকল্পে সম্ভাব্য সামরিক উদ্দেশ্যের সন্দেহে যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করেছিল, যদিও পরে ফাঁস হওয়া মার্কিন নথিতে দেখা যায় প্রকল্পের কাজ বন্ধ হয়নি।

 

তবুও, প্রযুক্তি খাতে আমিরাত এখনো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদার। চলতি বছরের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমিরাত সফরের সময়, দেশটি এনভিডিয়ার (Nvidia) তৈরি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা চিপের অর্ধলক্ষ ইউনিট ক্রয়ের চুক্তি করে। ২০২৫ সাল থেকে প্রতি বছর প্রায় ৫ লাখ চিপ কেনার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ৪ লাখ চিপ যুক্তরাষ্ট্র পরিচালিত ডেটা সেন্টারগুলোতে ব্যবহার হবে, আর ১ লাখ চিপ সরাসরি জি-৪২-এর জন্য বরাদ্দ ছিল।

 

তবে ব্লুমবার্গ জানিয়েছে, সাম্প্রতিক মার্কিন সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক রপ্তানি অনুমতিতে জি৪২-এর জন্য কোনো চিপ অন্তর্ভুক্ত করা হয়নি। যুক্তরাষ্ট্র এখন চীনের সঙ্গে সম্ভাব্য প্রযুক্তি সংযোগের কারণে জি৪২-এর ওপর সরাসরি নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করছে।

 

চীনের সঙ্গে প্রযুক্তি ভাগাভাগির এই অভিযোগ ওয়াশিংটন ও আবুধাবির মধ্যে আস্থার সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা।

এই বিভাগের আরো খবর