শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ২০ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৫

চাটখিলে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে একজনের মৃত্যু

 চাটখিল প্রতিনিধিঃ

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২১  

নোয়াখালীর চাটখিল উপজেলার সুন্দর পুর গ্রামে পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোহাম্মদ হোসেন মধু (৪৫) নামের একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। 

গ্রামের মল্লিক বাড়ির মৃত আবদুর রবের ছেলে মোহাম্মদ হোসেন মধু। 

স্থানীয় সূত্রে জানা যায়,আজ ২৮ আগস্ট শনিবার মধু (৪৫) ফজরের নামাজ পড়ার জন্যে মসজিদে যাবার পথিমধ্যেই পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকায় তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।পরে স্থানীয়রা তার মৃতদেহ পড়ে থাকতে পায়।এবং পুলিশ ঘটনাস্থলে এসে মৃত দেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

চাটখিল থানা পুলিশ জানান,এ বিষয় আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি এবং মৃত দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে,ময়নাতদন্তের পরেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

এই বিভাগের আরো খবর