ব্রেকিং:
‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন—ফজরের পর ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই...

মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০২

চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে লেবু গাছের চারা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশিত: ২২ মে ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৩০ জন কৃষককে লেবু জাতীয় বাগান তৈরীতে চারা, বাগান তৈরীর উপকরণ, জৈব ও রাসায়নিক সার, বালাইনাশক, স্প্রে মেশিনসহ একটি করে সাইনবোর্ড বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
রবিবার (২১ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কানিজ তাসনোভা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সলেহ আকরাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছাইয়্যেদা দিল ছালিনসহ অন্যান্যরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কানিজ তাসনোভা বলেন, দীর্ঘদিন চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন জায়গায় লেবুজাতীয় ফসল উৎপাদনের পরীক্ষার পর জানা যায় এই মাটিতে উন্নত লেবুজাতীয় ফসল ভালো হবে। পতিত থাকা জমিতে লেবু জাতীয় বাগান গড়ে তোলার জন্য কৃষি বিভাগ থেকে কৃষকদের সবধরনের সহযোগিতা প্রদান করছে। এতে একদিকে যেমন জমির ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে কৃষক এ বাগান গুলো থেকে ফল বিক্রি করে আর্থিক ভাবেও লাভবান হবেন।

এই বিভাগের আরো খবর