বুধবার   ০৫ নভেম্বর ২০২৫   কার্তিক ২১ ১৪৩২   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

গান-অভিনয় ছেড়ে আবারও উপস্থাপক হিসেবে ফিরছেন তাহসান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫  

জনপ্রিয় গায়ক ও অভিনেতা **তাহসান খান** এবার ফিরছেন নতুন এক পরিচয়ে— টেলিভিশন উপস্থাপক হিসেবে। জনপ্রিয় পারিবারিক বিনোদনমূলক অনুষ্ঠান **‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’**-এর দ্বিতীয় মৌসুমে আবারও দেখা যাবে তাঁকে উপস্থাপকের ভূমিকায়।

 

মঙ্গলবার বিকেলে রাজধানীর এক পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানটির দ্বিতীয় সিজনের ঘোষণা দেয় আয়োজকরা। জানানো হয়, ডিসেম্বর থেকেই শুরু হবে নতুন মৌসুমের শুটিং, আর এবারও থাকবে আরও বেশি হাসি, মজা ও উত্তেজনাপূর্ণ পারিবারিক প্রতিযোগিতা। নতুন মৌসুমের **ব্রডকাস্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এনটিভি।**

 

তাহসান বলেন, “‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আমার কাছে বিশেষ একটি অনুষ্ঠান। এটি পরিবারের সদস্যদের একসঙ্গে টেলিভিশনের সামনে বসতে উদ্বুদ্ধ করেছে। এখানে থাকে মজার তর্ক-বিতর্ক, হাসি আর পারস্পরিক ভালোবাসার মুহূর্ত। নতুন সিজনে আরও বড় পরিসরে দেশের বিভিন্ন প্রান্তের পরিবারগুলোর সঙ্গে হাসতে, খেলতে এবং স্মৃতি তৈরি করতে মুখিয়ে আছি।”

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম মৌসুম ছিল ব্যাপক সাফল্যমণ্ডিত— বিভিন্ন প্ল্যাটফর্মে অনুষ্ঠানটির মোট ভিউ ছাড়িয়েছে **১০০ কোটিরও বেশি**, আর প্রায় **২.৫ কোটি দর্শক সরাসরি সম্পৃক্ত ছিলেন।** এখনো বঙ্গতে প্রথম সিজনের পর্বগুলো বিনামূল্যে দেখা যাচ্ছে, যা দর্শকদের মধ্যে পুরনো উত্তেজনা ফিরিয়ে দিচ্ছে।

 

ইতিমধ্যেই দ্বিতীয় সিজনের জন্য **রেজিস্ট্রেশন শুরু হয়েছে।** আয়োজকরা জানান, সারাদেশের পরিবারগুলোকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন ও মজার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, তাঁদের জন্য এটি হবে এক অনন্য অভিজ্ঞতা।

 

প্রথম মৌসুমে তাহসানের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন **ওয়াহিদুল ইসলাম শুভ্র**। সারাদেশ থেকে অংশ নিয়েছিল ৪৮টি পরিবার, আর মোট পুরস্কার দেওয়া হয়েছিল **৩০ লক্ষ টাকারও বেশি।** আয়োজকদের আশা, দ্বিতীয় মৌসুম জনপ্রিয়তার দিক থেকে আগের সিজনকেও ছাড়িয়ে যাবে।
 

 

এই বিভাগের আরো খবর