রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৩ ১৪৩২   ১৬ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪

গাজীপুরে ছাত্রশক্তির ৬৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫  

গাজীপুর মহানগরে জাতীয় ছাত্রশক্তির ৬৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নাবিল আল ওয়ালিদকে আহ্বায়ক এবং জিসান উদ্দিনকে সদস্য সচিব করে আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়। শনিবার (৬ ডিসেম্বর) রাতেই সংগঠনের প্যাডে কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি প্রকাশিত হয়।

 

কমিটির শীর্ষ নেতৃত্বে রয়েছেন– সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব শরিফুল ইসলাম শরীফ এবং মূখ্য সংগঠক আল পারভেজ নাইম।

 

যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন– গৌরব ঘোষ, রাকিবুল হাসান, খাইরুল ইসলাম শাওন, শাহরিয়ার আহমেদ রাশফি, ফামিদ শাহরিয়ার তোহা, ফোরকান আহমেদ, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, হাসান আলম, তন্ময় দেবনাথ ও নাফিজ হোসাইন।

 

যুগ্ম সদস্য সচিব হয়েছেন– সুমনা আক্তার আদিয়া, সিয়াম মন্ডল, শাহরিয়ার আরাফাত, নাঈম মাহমুদ, ইব্রাহিম হোসেন জয়, শাফিন সরকার, মানিক সরকার, খালেক তালুকদার ও রাকিব হোসেন।

 

সংগঠকের দায়িত্বে রয়েছেন– সামিউল আলম নাবিল, সায়মা সরকার, সালাউদ্দিন সাদেক, রোহান আহমেদ, জাহাঙ্গীর আলম সোয়াইব, জান্নাতুল বৃষ্টি, মাহফুজা আক্তার রত্না, ফাহিম ফোরকান, জায়েদ আল নাহিয়ান, সিয়াম পারভেজসহ বেশ কয়েকজন তরুণ নেতা।

 

কমিটির সদস্য পদে অন্তর্ভুক্ত হয়েছেন– নুসান আহমেদ সোহাগ, নাহিদ আহমেদ, শেখ ফাহিম, অন্তর ইসলাম, সোনিয়া আক্তার, জাহিদ হাসান জিসান, তারেক রহমান, এসকে তাহসিন হোসাইন, মোহাম্মদ শান্তসহ মোট ১৮ জন।

 

আহ্বায়ক নাবিল আল ওয়ালিদ বলেন, শিক্ষা-ঐক্য-মুক্তির আদর্শে আমরা শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে কাজ করবো। শিক্ষার প্রসার, ন্যায্য দাবি ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ছাত্রশক্তি থাকবে অঙ্গীকারবদ্ধ।

 

সদস্য সচিব জিসান উদ্দিন বলেন, ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গাজীপুরে একটি ইতিবাচক ও শিক্ষার্থীবান্ধব ছাত্র রাজনীতি প্রতিষ্ঠায় আমরা নিয়মিত প্রচেষ্টা চালাবো।

 

কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে–নতুন কমিটি আগামী দিনে গাজীপুরের শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে কার্যকর ভূমিকা রাখবে এবং জাতীয় স্বার্থে কাজ করবে।

এই বিভাগের আরো খবর