বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১০ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৮৫

গাজীপুরে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫  

ইসলামিক ফাউন্ডেশন, গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় কন্যা এবং জান্নাতের নারীদের নেতা হযরত ফাতেমা (রা.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

আজ ২৩ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৩টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ আবুল কালাম আজাদ।

 

সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম।

 

আলোচনা প্রধান অতিথি ড. মোঃ আবুল কালাম আজাদ বলেন, হযরত ফাতেমা (রা.) ছিলেন ত্যাগ, ধৈর্য ও আদর্শ জীবনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। মুসলিম নারীদের জন্য তাঁর জীবন ও কর্ম অনুকরণীয়। পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ— যা হযরত ফাতেমা (রা.)-এর জীবন থেকে অনুপ্রেরণা পাওয়া যায়।

 

অনুষ্ঠানে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলার নারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরো খবর