রোববার   ০৪ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৬ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৯

গাজায় ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৫ জুলাই ২০২৩  

ফিলিস্তিনের জেনিনে দুই দিনের আগ্রাসনের শেষে, গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

ফিলিস্তিনের জেনিনে দুই দিনের আগ্রাসনের শেষে, গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

বুধবার (৫ জুলাই) মধ্যরাতের একটু পর দখলদার ইসরায়েলিদের বিমান হামলায় কেঁপে ওঠে গাজা।

ইসরায়েলের ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, গাজা থেকে বুধবার রাতে রকেট হামলা চালানো হয়। এর জবাবে সেখানে বিমান হামলা চালানো হয়েছে।

তারা দাবি করেছে, এ হামলায় ফিলিস্তিনের সশস্ত্র দল হামাসের একটি গোপন (মাটির নিচে) অস্ত্র তৈরির অবকাঠামো ধ্বংস করা হয়েছে।

এছাড়া ‘হামাসের রকেটের যন্ত্রাংশ তৈরির অবকাঠামোয়ও’ হামলা করা হয়েছে বলে জানিয়েছে তারা।

ইসরায়েলের নতুন বিমান হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি হামাস।

তবে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার দিনের আলো ফোটার আগে গাজার স্কাইলাইনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলার পর বড় বিস্ফোরণ দেখা যায়।

এদিকে গাজা থেকে যে পাঁচটি রকেট ছোঁড়া হয়েছে, তার সবগুলোই ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

রকেট ছোঁড়ার পরপরই ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সেরত এবং আশপাশের শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের আয়রনে ডোমের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের শার্পনেলের আঘাতে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ রকেট হামলার জন্য হামাসকে দায়ী করা হলেও; সশস্ত্র দলটি এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

এদিকে গত সোমবার পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে বড় ধরনের হামলা চালানো শুরু করে ইসরায়েল। এতে ১২ ফিলিস্তিনি ও ১ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন।

এই বিভাগের আরো খবর