শনিবার   ১৪ জুন ২০২৫   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩২   ১৭ জ্বিলহজ্জ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৬

গাছের সাথে ট্রেনের ধাক্কা বড় দুর্ঘটনা থেকে বাঁচল যাত্রীরা

জেলা প্রতিনিধি, সিলেট

প্রকাশিত: ২৯ মে ২০২৫  

সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেন কালনী এক্সপ্রেস মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া সংরক্ষিত বন অতিক্রম করার সময় দুর্ঘটনার কবলে পড়েছে। রেললাইনের ওপর হেলে পড়া একটি বড় গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনটির লোকোমোটিভ ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।

 

আজ বৃহস্পতিবার (২৯ মে) সকালে এ ঘটনা ঘটে।


বন বিভাগ সূত্রে জানা যায়, গাছটি ভোরে কোনো এক সময় ঝড়ো হাওয়ায় রেললাইনের ওপর হেলে পড়ে। সকাল ৮টার দিকে কালনী এক্সপ্রেস ঘটনাস্থলে পৌঁছালে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রেনটি দ্রুত গতিতে থাকলেও বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত অভিযান চালিয়ে গাছ অপসারণ করে এবং সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড় প্রসন দাস পলাশ বলেন, লাউয়াছড়া বনের শ্রীমঙ্গল-ভানুগাছ সেকশনে হেলে পড়া গাছের সঙ্গে আন্তঃনগর ট্রেন কালনীর ধাক্কা লেগে ইঞ্জিনের কিছুটা ক্ষতি হয়েছে, তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

এই বিভাগের আরো খবর