রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৯ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৩৪

ক্ষেপে গেছেন পপি

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯  

 

মাস দেড়েক আগে ‘ইয়েস ম্যাডাম’ নামে একটি ছবি চুক্তিবদ্ধ হন তিনবার চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী সাদিকা পারভীন পপি। নভেম্বরে কক্সবাজারে সেটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। লেডি অ্যাকশন ঘরানার এ ছবির পরিচালক রকিবুল ইসলাম রকিব। কিন্তু চুক্তিবদ্ধ হয়েও কিছুদিন আগে ‘ইয়েস ম্যাডাম’ থেকে সরে দাঁড়ান পপি। তার জায়গায় নতুন করে চুক্তিবদ্ধ হন চিত্রনায়িকা কেয়া।

নতুন এই ছবির একটি ঘটনা নিয়েই সম্প্রতি ক্ষেপেছেন পপি। তার দাবি, কিছু গণমাধ্যম তাকে অসম্মান করে সংবাদ ছেপেছে। সেসব গণমাধ্যম নাকি তাদের সংবাদের শিরোনামে লিখেছেন, ‘বাদ পড়লেন পপি, তার জায়গায় নেয়া হচ্ছে কেয়াকে।’ শিরোনামের ‘বাদ পড়া’ শব্দ দুটি নিয়েই আপত্তি তুলেছেন পপি। তার দাবি, তিনি নিজেই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন, তাকে বাদ দেয়া হয়নি।

নায়িকার কথায়, ‘ছবির গল্প ও চরিত্র আমার পছন্দ হয়নি। তাছাড়া একাধিক নায়িকা থাকায় ছবিটি করছি না। কিছু সংবাদ মাধ্যম লিখেছে, আমাকে নাকি বাদ দেয়া হয়েছে। আমার জায়গায় অমুক নায়িকাকে নেয়া হয়েছে। এটা কেন? আমার জায়গায় অমুক কেন হবে বা বাদ কেন হবে? কারো স্থান কি কেউ নিতে পারে? ‘বাদ দেয়া’ কথাটি একজন শিল্পীর জন্য খুবই দুঃখজনক ও অসম্মানের।

তিনি আরও বলেন, ‘আজকের এই পপি হতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি চাইলে, প্রতি মাসে একটি করে ছবিতে চুক্তিবদ্ধ হতে পারি। কিন্তু সেটা কখনোই করব না। কারণ ভালো-মন্দ বুঝে অভিনয় করতে চাই। প্রয়োজনে বছরে একটি ছবিতে কাজ করব। তবুও ছবির মানের সঙ্গে কোনো আপস করব না।

এই বিভাগের আরো খবর