ব্রেকিং:
জাকসু নির্বাচনের মঞ্চেই নিভে গেল তরুণ শিক্ষিকার আলো শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৫৭

ক্যারিবীয় তোপ সামলে বাটলার-স্টোকসের প্রতিরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০১৯  

 প্রথম দুই টেস্ট হেরে এরই মধ্যে সিরিজ খুইয়ে বসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে শেষ ম্যাচ জিতে তাদের হোয়াইটওয়াশ করার মিশনে নেমেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

সে পথে ম্যাচের প্রথমদিনের শুরুটাও দুর্দান্ত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে দিন শেষে সফরকারিদের পক্ষে প্রতিরোধ গড়েছেন জশ বাটলার এবং বেন স্টোকস। প্রথম দিনে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২৩১ রান। ফিফটি পেরিয়েছেন বাটলার-স্টোকস দুজনই।

টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ম্যাচেরই পুনরাবৃত্তি করে ইংল্যান্ডের টপঅর্ডার। স্কোরবোর্ডে মাত্র ১০০ রান উঠতেই সাজঘরে ফিরে যান টপঅর্ডারের ৪ ব্যাটসম্যান।

ওপেনার কিটন জেনিংস ৮, ররি বার্নস ২৯, জো ডেনলি ২০ এবং অধিনায়ক জো রুট আউট হন মাত্র ১৫ রান করেন। মাত্র ১০৭ রানে ৪ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড।

সেখান থেকে দিনের বাকি অংশটা নির্বিঘ্নে কাটিয়ে দেন জশ বাটলার এবং বেন স্টোকস। অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করে দুজন মিলে যোগ করেছেন ১২৪ রান। বাটলার ৬৭ এবং স্টোকস ৬২ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামবেন।

এই বিভাগের আরো খবর