শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৯ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৩

কোটি টাকা মূল্যের জাল নোটসহ চক্রের মূলহোতা গ্রেফতার

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২  

প্রায় কোটি টাকার মূল্যের জাল নোটসহ জাল টাকা তৈরি চক্রের অন্যতম হোতা মো. মাউন হোসেন সাব্বির ও তার সহযোগীসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (২২ অক্টোবর) রাতে রাজধানীর চকবাজার, সিরাজগঞ্জ ও খুলনায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে জাল নোট তৈরির বিপুল সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।


রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র জাল টাকা তৈরি করে আসছিল। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একযোগে রাজধানীর চকবাজার, সিরাজগঞ্জ ও খুলনায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাল টাকা তৈরি চক্রের অন্যতম হোতা মো. মাউন হোসেন সাব্বির ও তার সহযোগীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় কোটি টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়।

এ বিষয়ে রোববার (২৩ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান কমান্ডার মঈন।

এই বিভাগের আরো খবর