শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫   কার্তিক ৩০ ১৪৩২   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

কুমিল্লা লালমাইতে সৌদি ফেরত এক নারীর সঙ্গে সেলিমের প্রতারণা বিয়ে

লাকসাম কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫  

লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দৌশারিচৌঁ গ্রামের আবদুর রশীদ সওদাগর এর বাড়ীর মোঃ কালা মিয়ার মেয়ে সৌদি প্রবাসী অসহায় মোসাঃ খালেদা আক্তার (৩০) বিগত একই গ্রামের হাজী বাড়ীর মৃত মাষ্টার মোঃ শহিদুল ইসলাম এর ছেলে ওরফে সাংবাদিক জহিরুল ইসলাম জহির এর বড় ভাই সৌদি প্রবাসী মোঃ সেলিম (৫৬) বিগত ১ জুলাই, ২০২২ সৌদি আরবে জোরপূর্বক বিয়ে করে। তাদের দাম্পত্য জীবনে সালেহ আহমেদ তাকরিম নামে ২২ মাস বয়সী ১টি ছেলে সন্তান আছে।

 

মোসাঃ খালেদা আক্তার অভিযোগ করেন বলেন, তাঁর স্বামী মোঃ সেলিম ৩২ লক্ষ টাকা আত্মসাৎ করেছে এবং ১৪ ভরি স্বর্ণ নিয়ে বাংলাদেশে ছেলে সহ পালিয় এসেছে। এব্যাপারে তাঁর পরিবার, গ্রামের সর্দার - মাতব্বরদের ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়ে কোন প্রতিকার না পেয়ে  গত ১১ নবেম্বর ২০২৫ তারিখে কুমিল্লা জর্জ কোটে ১ টি মামলা দায়ের করে এবং ১২ নবেম্বর ২০২৫ তারিখে নারী ও শিশু নির্য়াতন দমন আইনে আদালতে ভুক্তভোগী অসহায় মোসাঃ খালেদা আক্তার বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন।

 

ভুক্তভোগী মোসাঃ খালেদা আক্তার অভিযোগ করে বলেন মোঃ সেলিম সম্পর্কে তাঁর মামা হন, অথচ তাকে জোরপূর্বক বিয়ে করে মারধর করতো এমনকি দেহ ব্যবসা করার জন্য নির্যাতন করতো।যা সৌদি আরব আদালত এব্যাপারে মামলা চলমান আছে।

 

ভুক্তভোগী অসহায় মোসাঃ খালেদা আক্তার  তাঁর কর্ষ্টাজিত টাকা ও স্বর্ণ সহ ছেলেকে ফেরত পাওয়ার জন্য লালমাই উপজেলা প্রশাসন, লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, গ্রামের সর্দার-মাতব্বর সহ সংশ্লিষ্ট সকলের নিকট আকুল আবেদন জানিয়েছেন। 

 

সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীকে বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান।

 

এই বিভাগের আরো খবর