ব্রেকিং:
জাকসু নির্বাচনের মঞ্চেই নিভে গেল তরুণ শিক্ষিকার আলো শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৮

কিউই পেস ঝড়ে বিধ্বস্ত লংকান তরী

প্রকাশিত: ১ জুন ২০১৯  

কার্ডিফের সোফিয়া গার্ডেনে কিউই পেস ব্যাটারির সামনে দুমড়ে মুচড়ে গেছে শ্রীলংকার ব্যাটিং লাইন আপ। ম্যাট হেনরি ও লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্টদের গোলাসম বলগুলোর উত্তর ছিল না দলটির ব্যাটসম্যানদের কাছে। পেসারদের তাণ্ডবে মাত্র ১৩৫ রানে গুটিয়ে যায় শ্রীলংকার ইনিংস। ৫২ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক দিমুথ করুনারত্নে।  

শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিং করে কার্ডিফের সবুজ উইকেটে শুরুতেই বিপদে পড়ে এশীয় পরাশক্তিরা। তৃতীয় বলেই ম্যাট হেনরি বলে লেগ বিফোর হন লাহিরু থিরিমান্নে। শ্রীলংকার রান তখন কেবল ৪। পেরের যখন ফেরেন দলের রান তখন ৪৬। স্কোরে আর এক রানও যোগ না হতে ফিরে যান কুশল মেন্ডিস।

নবম ওভারে আবার হেনরি ঝড়ের কবলে পড়ে শ্রীলংকার রান তরী। কুশল পেরেরাকে কলিন ডি গ্রান্ডহোমের তালুবন্দি করার হেনরি। নবম ওভারে লংকার রান তরীতে আবার আঘাত হানেন হেনরি। এবার তিনি ফেরান কুশল সিলভাকে।  

দলীয় ৫৯ রানে ধনঞ্জয়া ডি সিলভাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন লকি ফার্গুসন। স্কোরে আর ৫ রান যোগ হতেই প্যাভিলিয়নের পথে হাটা ধরেন অ্যাঞ্জেলো ম্যাথুস। কোনো রানই করতে পারেননি লংকান সাবেক অধিনায়ক। ম্যাথুসকে ফেরান গ্রান্ডহোম।

জীবন মেন্ডিসকে ফিরিয়ে দিয়ে লংকানদের বিপদটা আরো বাড়িয়ে তোলেন ফার্গুসন। দলের রান তখন কেবল ৬০। ভাবা হচ্ছিল, শ্রীলংকাও হয়তো পাকিস্তানের মতো পরিস্থিতিতে পড়তে যাচ্ছে। তবে এরপর দলের হাল ধরেন করুনারত্নে ও থিসারা পেরেরা। এই দুজন স্কোরে যোগ করেন ৫২ রান।


দলীয় ১১২ রানে আক্রমণাত্মক হয়ে ওঠা পেরেরাকে ফেরান মিচেল স্যান্টনার। ২৩ বলে ২৭ রান করেন এই অলরাউন্ডার। থিসারা পেরেরা আউট হওয়ার পরই মূলত শ্রীলংকার প্রতিরোধ শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত মাত্র ১৩৫ রানে অলআউট হয়ে যায় দলটি।

নিউজিল্যান্ডের ম্যাট হেনরি তিনটি ও ফার্গুসন নেন দুটি করে উইকেট। 

এই বিভাগের আরো খবর