বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১০ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৯

কাশিমপুরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় এক কিশোর গ্রেফতার

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫  

গাজীপুরের কাশিমপুরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া কিশোরের নাম রাকিব (১৩)। সে স্থানীয়ভাবে ক্লাস ফাইভের শিক্ষার্থী।

 

পুলিশ জানায়, কয়েক দিন আগে কাশিমপুরের একটি পূজা মণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তদন্তে ঘটনায় কিশোর রাকিবের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে আটক করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব পুলিশকে জানায়, প্রতিমা তৈরির কাজ দেখতে গেলে কারিগররা তাদের সাথে খারাপ ব্যবহার করে। এ ক্ষোভ থেকেই সে প্রতিমা ভেঙেছে। তবে ঘটনার সাথে তার আরও এক বন্ধুর সম্পৃক্ততা রয়েছে বলে স্বীকার করেছে, যাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

পুলিশ জানায়, প্রতিমা ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত কিশোর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার ছবি প্রকাশ করা হয়নি।

 

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।

এই বিভাগের আরো খবর