বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৯

কামরাঙ্গীরচরের ইসলাম নগরে ভেজাল জুসের কারখানারয় অভিযান

স্টার রিপোর্টার, কবির হোসেন (শান্ত)

প্রকাশিত: ৩১ মে ২০২১  

কামরাঙ্গীরচরের ইসলাম নগরে ভেজাল জুসের অভিযান চালিয়ে বিপুল পরিমান অনুমোদনহীন জুস জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশশের লালবাগ বিভাগ। প্রতিষ্ঠানটিতে ৭ ধরনের পন্য অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হতো। কারখানার মালিককে আটক করেছে ডিবি পুলিশ। বিশেষ আইনে মামলা করলে এই অপরাধে যাবৎজীবন কারাদন্ড হতে পারে বলে জানায় গোয়েন্দা পুলিশ। অস্বাস্থ্যকর পরিবেশে এভাবেই ম্যাংগো জুস, অরেঞ্জ জুস, তেতুলের চাটনিসহ নানা ধরনের খাদ্য তৈরি হচ্ছিল কামরাঙ্গীরচরের আলম ফুড প্রডাক্টের এই কারখানায়। 

কারখানাটির মালিক শাহিন আলম জানান, প্রায় ২ মাস ধরে তিনি এই ব্যবসাটি শুরু করেছেন। কোনো ধরণের ল্যাব কিংবা ক্যামিস্ট না ছাড়াই তিনি নিজেই তেরি করছিলেন এসব শিশু পণ্য।

ডিবি পুলিশ বলছে, প্রতিষ্ঠানটি ৭ ধরনের খাদ্যদ্রব্য তৈরি করতো। এই প্রতিষ্ঠানের বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই জানিয়ে সংস্থাটি বলছে, নিয়মিত মামলা করে অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সট- ফজলুর রহমান, সহকারী কমিশনার, ডিবি , লালবাগ প্রতিষ্ঠানটি কোথায় কোথায় এসব পন্য বিক্রি করতো তাদের খুজতেও অভিযান অব্যাহত আছে বলে জানায় ডিবি।আমির হোসেন বাড়ীওয়ালা গ্রামীন বাংলা চাটনি, আচার,  জুস, ম্যাংগো জুস,  তেতুল জুস, শাহিন আলম এর মালিক। মিডর্ফোড থেকে কেমিকেল আনা হয় এবং বেগম বাজার থেকেও কিছু জিনিস আনা হয়। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই কারখানার সন্ধান পাই। এই খাবার গুলো কেমিকেলের কারনে মানবদেহের মারাত্বক ক্ষতিকর এবং এগুলো তৈরি করার জন্য কোন অনুমোদন নেই। বিভিন্ন ধরনের তরল ড্রিংস,  অবৈধভাবে এই শাহিন সরদার তৈরি করে। আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী মামলা হবে।  মোট আটক এক।  বিশেষ আইনে মামলা হলে যাবতজিন কারাদণ্ড হতে পারে ফজলুল রহমান মো,সহকারি পুলিশ কমিশনার গোয়েন্দা  লালবাগ বিভাগ।।

এই বিভাগের আরো খবর