রোববার   ০৪ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৬ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৩

কাজাখস্তানে দাবানলে ১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১১ জুন ২০২৩  

কাজাখস্তানের উত্তর-পূর্বাঞ্চলের বনভূমিতে বড় ধরনের দাবানলে ১৪ জনের মৃত্যু হয়েছে। গত কয়েক বছরের মধ্যে দাবানলে একসঙ্গে এত বেশি মানুষের মৃত্যু দেখল মধ্য এশিয়ার দেশটি। খবর আল জাজিরার।

দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ইতোমধ্যেই ৩১৬ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে উচ্চ তাপমাত্রা এবং বাতাসের দিক পরিবর্তনের প্রতিক্রিয়া থাকার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং বাড়ি-ঘরগুলো নিরাপদ আছে বলে জানানো হয়।
আরও পড়ুন: ২০২৪ হতে পারে সবচেয়ে উষ্ণ বছর

এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। এর আগে এক ঘোষণায় জানানো হয় যে, সেখানে বেশ কয়েকজন উদ্ধারকারী সদস্য আটকা পড়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। প্রায় ৬০ হাজার হেক্টর (১ লাখ ৪৮ হাজার একর) জমিতে আগুন ছড়িয়ে পড়েছে।
এদিকে শনিবার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী ইউরি ইলিনকে বরখাস্ত করেন দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত টোকায়েভ। প্রতিরক্ষা এবং জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের এক হাজারের বেশি সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

আরও পড়ুন: শক্তি বাড়িয়েই চলেছে ‘অতিপ্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়’: আইএমডি

স্থানীয় সময় বৃহস্পতিবার বজ্রপাতের কারণে বিশাল এলাকায় দাবানল শুরু হয়। সাবেক সোভিয়েতভুক্ত দেশটির দাবানল পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এদিকে দেশটিতে দাবানল ও মৃত্যুর ঘটনায় সমবেদনা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এই বিভাগের আরো খবর