রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৯ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭৯

কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুর গ্রেফতার

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০  

কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেট থানাধীন কাঁটাবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টোকন ঠাকুরের বিরুদ্ধে সিএমএম কোর্টে করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। আমরা আদালতের নির্দেশে কাঁটাবন এলাকা থেকে তাকে গ্রেফতার করেছি। সোমবার (২৬ অক্টোবর) তাকে আদালতে হাজির করা হবে।

থানা সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর আদালতে (সিএমএম কোর্ট) ৩ অক্টোবর জারি করা গ্রেফতারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। ২০১২-১৩ অর্থবছরে ‘কাঁটা’ নামে একটি সিনেমা বানানোর জন্য সরকারি অনুদান পান কবি ও নির্মাতা টোকন ঠাকুর। কিন্তু সময়মতো সিনেমাটি বানিয়ে মুক্তি না দেওয়ায় তথ্য মন্ত্রণালয় ২০১৬ সালে তার বিরুদ্ধে মামলাটি  করে।

এই বিভাগের আরো খবর