রোববার   ০২ নভেম্বর ২০২৫   কার্তিক ১৭ ১৪৩২   ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০০

কফিনে মিলছে কফি খাওয়ার সুযোগ!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন ২০১৯  

ক্রেতাদের আকৃষ্ট ও মৃত্যুকে উপলব্ধি করাতে অভিনব কৌশল অবলম্বন করেছে একটি ক্যাফে। ক্যাফেটিতে আসা ক্রেতারা চাইলে কফিনে শুয়ে কফি ছাড়াও তাদের পছন্দের সামগ্রী কিনে খেতে পারেন। এই ক্যাফেটির অবস্থান থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে।

ক্রেতাদের আকৃষ্ট করার জন্য ক্যাফেটিতে বিভিন্ন সাজ-সজ্জা্র ব্যবস্থা করা হয়েছে। সেইসঙ্গে কফিনগুলোতে রয়েছে নানা ধরণের পানীয় যা ক্রেতাদের ভিতরে সময় অতিবাহিত করতে সাহায্য করে।

তবে ক্যাফের মালিক ভিরানূত রোজানপ্রপা বলেন, ক্যাফেটির এমন পরিকল্পনার উদ্দেশ্য হল, গ্রাহকরা যেন তাদের জীবনের প্রকৃত মানে বুঝতে পারে।

তিনি আরো বলেন, 'আমাদের মূল লক্ষ্য ক্রেতাদের মৃত্যু উপলব্ধি সম্পর্কে অনুভব করানো'।

রোজানপ্রপা বলেন, যখন কফিনের ঢাকনা বন্ধ হয়ে যায়, তখন তাদের সকল বাহ্যিক আশা,আকাঙ্ক্ষা,চাহিদা শেষ হবে এবং তারা বুঝতে পারবে যে অবশেষে তারা তাদের সঙ্গে কিছু নিতে পারবে না।’

মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিই ক্যাফেটির একমাত্র উদ্দেশ্য বলে ওই মালিক উল্লেখ করেন।

এই বিভাগের আরো খবর