বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ৩ ১৪৩২   ২৬ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯

`ওই দৃশ্যটি করার পর ভীষণ লজ্জা পেয়েছিলাম`: মাধুরী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫  

নব্বই দশকের বলিউড সেনসেশন মাধুরী দীক্ষিত তাঁর দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ব্লকবাস্টার সিনেমা। তবে তাঁর এই বর্ণিল ক্যারিয়ারে ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দয়াবান’ সিনেমার একটি বিশেষ দৃশ্য আজও কালচে দাগ হয়ে আছে। দীর্ঘ বছর পর সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বিনোদ খান্নার সঙ্গে সেই বিতর্কিত ও অন্তরঙ্গ দৃশ্যটি নিয়ে নিজের জমানো কষ্ট ও অস্বস্তির কথা শেয়ার করেছেন ‘ধক ধক’ গার্ল।

 

 

১৯৮৮ সালে ফিরোজ খান পরিচালিত ‘দয়াবান’ সিনেমার এই গানটি তুমুল জনপ্রিয় হয়েছিল। কিন্তু পর্দার পেছনের গল্পটি ছিল মাধুরীর জন্য অত্যন্ত পীড়াদায়ক। ‘রেডিও নেশা’কে দেওয়া সাক্ষাৎকারে মাধুরী জানান, তখন তিনি ইন্ডাস্ট্রিতে নতুন ছিলেন এবং নিজের শক্ত অবস্থান তৈরির চেষ্টা করছিলেন। অন্যদিকে বিনোদ খান্না ছিলেন তখনকার প্রতিষ্ঠিত সুপারস্টার।

 

মাধুরী বলেন, “দৃশ্যটি করার পর আমি ভীষণ লজ্জা পেয়েছিলাম এবং প্রচণ্ড অস্বস্তিতে পড়েছিলাম। তখনই আমার মনে হয়েছিল, এমন দৃশ্যে অভিনয় করা আমার একদমই উচিত হয়নি।”

পরিচালক ‘কাট’ বলার পরও থামেননি বিনোদ!

 

সেই দৃশ্যটির শুটিং চলাকালীন এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তৈরি হয়েছিল। জানা যায়, দৃশ্যটি ধারণ করার সময় বিনোদ খান্না এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে, পরিচালক ‘কাট’ বলার পরেও তিনি মাধুরীকে ছাড়েননি। এমনকি মাধুরীর ঠোঁটে কামড় বসিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছিল, যা নিয়ে সেই সময় অনেক চর্চা হয়। মাধুরী জানান, ওই ঘটনার পর তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে কান্নায় ফেটে পড়েন।

 

 

এই একটি অভিজ্ঞতাই মাধুরীর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন বলিউডে টিকে থাকতে হলে নিজের ব্যক্তিত্ব বজায় রাখা কতটা জরুরি।

 

মাধুরী বলেন, “সবকিছুই আসলে একটা শেখার প্রক্রিয়া। সেই অভিজ্ঞতা থেকেই আমি নিজের জন্য একটি কঠোর সীমারেখা টেনে দিই। সিদ্ধান্ত নিই যে ভবিষ্যতে আর কখনো কোনো সিনেমাতে এমন দৃশ্যে অভিনয় করব না।”

 

উল্লেখ্য, ‘দয়াবান’ সিনেমার ওই ঘটনার পর মাধুরী আর কখনোই বিনোদ খান্নার সঙ্গে জুটি বাঁধেননি। যদিও পরবর্তীতে বিনোদ খান্না তাঁর আচরণের জন্য মাধুরীর কাছে ক্ষমা চেয়েছিলেন এবং পরিচালক ফিরোজ খানও স্বীকার করেছিলেন যে দৃশ্যটি অতটা সাহসীভাবে দেখানো ঠিক হয়নি।

 

পুরনো সেই ভুলের কথা স্মরণ করে মাধুরী দীক্ষিত আক্ষেপের সুরে বলেন, “আজও যখন ওই দৃশ্যটি দেখি, নিজেকে খুব অসহায় লাগে।”

এই বিভাগের আরো খবর