মঙ্গলবার   ০৭ অক্টোবর ২০২৫   আশ্বিন ২২ ১৪৩২   ১৪ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১

এসেছে নতুন অতিথি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫  

বলিউডের আলোচিত খান পরিবারে এসেছে নতুন অতিথি। পরিবারের দ্বিতীয় পুত্র আরবাজ খান ৫৮ বছর বয়সে কন্যাসন্তানের বাবা হয়েছেন। গত রোববার ভোরে মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে আরবাজের স্ত্রী শুরা খান একটি সুস্থ কন্যাসন্তান জন্ম দেন। মা ও শিশু দুজনই সুস্থ আছেন, খবরটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। খবর প্রকাশ্যে আসতেই পরিবার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহকর্মীরা শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন।

আরবাজের স্ত্রী শুরার সঙ্গে পরিচয় হয় তার ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাটনা শুক্লা’ সিনেমার শুটিং সেটে। মাত্র ৯ মাসের পরিচয়ের পর দম্পতি বিয়ে করেন। শুরা ৪২ বছরের হেয়ারস্টাইলিস্ট এবং এটি তার দ্বিতীয় বিয়ে। আরবাজও এর আগে মালাইকা অরোরার সঙ্গে ১৯৯৮ সালে বিয়ে করেছিলেন, যা ২০১৭ সালে শেষ হয়।

এর আগে চলতি বছর জুনে টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে আরবাজ বলেন, ‘হ্যাঁ, আমি বাবা হতে যাচ্ছি।

আমাদের পরিবার খুব খুশি। নতুন সদস্যকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সন্তানকে ভালোবাসা ও যত্নে বড় করতে চাই, একজন দায়িত্বশীল বাবা হিসেবে যা করা দরকার সব করব।’

সালমান খানও পানভেল ফার্মহাউস থেকে মুম্বাইয়ে ফিরে এসেছেন এ খুশির মুহূর্ত ভাগাভাগি করতে। 

এই বিভাগের আরো খবর