ব্রেকিং:
জাকসু নির্বাচনের মঞ্চেই নিভে গেল তরুণ শিক্ষিকার আলো শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১৪

এবার নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ!

প্রকাশিত: ২ জুন ২০১৯  

ব্রাজিলিয়ান তারকা নেইমারের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ উঠেছে। প্যারিসের একটি হোটেলে ধর্ষণ করা হয়েছে বলে সাও পাওলো পুলিশের কাছে গত শুক্রবার অভিযোগ করেছেন এক নারী। তবে তার পরিচয় গোপন রাখা হয়েছে।   

এ বিষয়ে নেইমারের কোনো মন্তব্য পাওয়া না গেলেও তার বাবা দাবি করছেন, ঘটনাটি সাজানো এবং তার ছেলেকে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হচ্ছে। তবে প্রয়োজন হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং সেই প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।


অ্যাসোসিয়েট প্রেসের উদ্বৃতি দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত ১৫ মে রাত ৮টা ২০ মিনিটে প্যারিসের একটি হোটেলে তাকে ধর্ষণ করেন নেইমার। আর এটি নিয়ে শুক্রবার ব্রাজিলের সাও পাওলো পুলিশের কাছে অভিযোগ করেন ওই নারী।  

পুলিশকে ওই নারী বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে খুদে বার্তা আদান-প্রদানের পর ফ্রান্সে নেইমারের সঙ্গে তার সাক্ষাৎ হয়। গাল্লো নামে নেইমারের এক প্রতিনিধি তাকে প্যারিসে আসার টিকিট কিনে দেন এবং হোটেলে থাকার ব্যবস্থাও করেন।

অভিযোগকারী ওই নারী জানান, নেইমার ‘পুরো মাতাল’ হয়ে হোটেলে আসেন এবং তারা একজন আরেকজনকে স্পর্শ করলেও একটি নির্দিষ্ট মুহূর্তে নেইমার আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং তার ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্ক স্থাপন করেন। এ ঘটনায় মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়ায় প্যারিস পুলিশের কাছে অভিযোগ করেননি তিনি।

তবে নেইমারের বাবা ও তার এজেন্ট ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের ভাষ্য, অভিযোগকারী নারীর সম্মতিতেই তার সঙ্গে যৌন সম্পর্ক ছিল নেইমারের। সম্পর্ক ভেঙে যাওয়ার পর সেই নারীর আইনজীবী এখন নেইমারকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন।

এই অভিযোগের সপ্তাহখানেক আগে ব্রাজিলের নেতৃত্ব হারান নেইমার। এ ছাড়া পিএসজি ফ্রেঞ্চ কাপের ফাইনালে হেরে যাওয়ার পর এক সমর্থকের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ঘুষি বাগিয়ে তেড়ে গিয়েছিলেন ওই সমর্থকের দিকে। তাই সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না নেইমারের।

এই বিভাগের আরো খবর