বুধবার   ০৫ নভেম্বর ২০২৫   কার্তিক ২০ ১৪৩২   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫

একদিনে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১১০১ জন

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫  

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব এখনও কমেনি। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু** এবং **১ হাজার ১০১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে জানানো হয়, নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২৪১ জন, ঢাকা দক্ষিণে ১৭৫ জন, আর ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ২০৮ জন ভর্তি হয়েছেন। এছাড়া বরিশালে ১৫১ জন, চট্টগ্রামে ১২৫ জন, খুলনায় ৫৯ জন, ময়মনসিংহে ৭৫ জন, রাজশাহীতে ৪৫ জন, রংপুরে ১৯ জন এবং সিলেটে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

 

গত একদিনে দেশে ১ হাজার ৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ৭০ হাজার ৫২৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭৩ হাজার ৯২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৯২ জন।

 

বিশেষজ্ঞদের মতে, আবহাওয়ার পরিবর্তন ও মশার বংশবৃদ্ধির অনুকূল পরিবেশের কারণে এখনই সতর্ক না হলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।

এই বিভাগের আরো খবর