মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫   কার্তিক ২০ ১৪৩২   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০

উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং নামের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫  

উত্তর কোরিয়ার সাবেক মনোনীত রাষ্ট্রপ্রধান ও কিম পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ং নাম ৯৭ বছর বয়সে মারা গেছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, সোমবার ক্যান্সারজনিত জটিলতায় তার মৃত্যু হয়।

 

প্রায় দুই দশক ধরে কিম ইয়ং নাম উত্তর কোরিয়ার সংসদ *সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি*-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নামমাত্র রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকলেও প্রকৃত ক্ষমতা ছিল কিম পরিবারের হাতে।

 

কেসিএনএ জানিয়েছে, পার্টি ও দেশের উন্নয়নে অসাধারণ অবদান রেখে ৯৭ বছর বয়সে তার মহৎ জীবন শেষ হয়েছে। মঙ্গলবার সকালে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মরদেহের কাছে শ্রদ্ধা জানান এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে তার শেষকৃত্য।

 

শক্তিশালী বক্তা হিসেবে পরিচিত কিম ইয়ং নাম ১৯৯৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত সংসদের প্রধান ছিলেন। ২০১৮ সালে কিম জং উনের বোন কিম ইয়ো জংকে সঙ্গে নিয়ে দক্ষিণ কোরিয়ার পিয়ংচাং অলিম্পিকে অংশ নিয়ে দুই কোরিয়ার সম্পর্কে সাময়িক উষ্ণতা আনেন।

 

পিয়ংইয়ং বিশ্ববিদ্যালয় ও মস্কো স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করা কিম ইয়ং নামকে ২০১৯ সালে বয়সজনিত কারণে সরিয়ে দিয়ে চো রিয়ং হে-কে সংসদের নতুন প্রধান করা হয়।
 

এই বিভাগের আরো খবর