বুধবার   ০৫ নভেম্বর ২০২৫   কার্তিক ২১ ১৪৩২   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

‘আমেরিকা-ইসরাইল ৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে’ — হুথি নেতার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫  

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল-মালিক বদরুদ্দিন আল-হুথি বলেছেন, গত দুই দশকে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের মিত্ররা মুসলিম দেশগুলোতে প্রায় ৩০ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। তিনি এ দাবি জানিয়েছেন ইয়েমেনে শহীদ স্মরণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক বার্ষিক অনুষ্ঠানে, যেখানে সোম থেকে এক সপ্তাহব্যাপী নানা কর্মসূচি চলছে বলে সংবাদ সংস্থা মেহের নিউজ জানায়।

 

আল-হুথি তাঁর ভাষণে জিহাদের চেতনা ও শাহাদাতের কথাও উত্থাপন করেন এবং বলেন, যে জাতি আল্লাহর পথে জিহাদের প্রত্যাশা নিয়ে এগোয়, সে জনগোষ্ঠী গর্বিত ও বিপদ প্রতিহত করতে সক্ষম।

 

তিনি আরও বলেন, ইসলামী উম্মাহর ইতিহাসে উপনিবেশিক শাসন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বড় বড় বিপর্যয় घटেছে এবং যুক্তরাষ্ট্র নিজস্ব স্বীকারোক্তিতে দুই দশকে প্রায় ৩০ লাখ মানুষ হত্যা করেছে, যাদের বেশি অংশই মুসলিম জনগোষ্ঠীর।আল-হুথি বর্তমান সংঘাতে গাজায় মানুষকে ক্ষুধার্ত রেখে ও অস্ত্রের সহায়তায় দমন-নিপীড়ন চালানোর অভিযোগ করেন এবং বলেন, এসব শক্তি তাদের স্বার্থের জন্য অন্য দেশ দখল ও লোকজনকে ব্যবহার করে আসছে। তিনি দাবি করেন, এসব অত্যাচারী শক্তির কোনো দয়া-মায়া নেই এবং তাদের লক্ষ্য অর্জনের জন্য তারা যে কোনো অপরাধ করতে দ্বিধা করে না।


 

এই বিভাগের আরো খবর