বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ৪ ১৪৩২   ২৭ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

আবুধাবি দূতাবাস ও দুবাইয়ের কনসুলেটে বিজয় দিবস উদযাপন

সিরাজুল হক,সংযুক্ত আরব আমিরাত

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫  

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির বাংলাদেশ দূতাবাস এবং দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনসুলেটের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় দূতাবাস প্রাঙ্গণে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।

সন্ধ্যায় দূতাবাসের অডিটোরিয়ামে কাউন্সিলর তৌহিদ ইমামের সঞ্চালনায় ও রাষ্ট্রদূত তারেক আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

পরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে মঙ্গলবার সকালে দুবাই কনসুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন করেন দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


সন্ধ্যায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক আলোচনা সভা শুরু হয়। পরে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রবাসী বাংলাদেশিদের বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

শ্রম কাউন্সিলর আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ সমিতি শারজাহ সভাপতি এম এ বাশার, বাংলাদেশ সমিতি আজমানের সভাপতি এম এ কুদ্দুস, আরব আমিরাত বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, প্রকৌশলী মাহে আলম, মহিলা দলের সভাপতি স্বপ্না মনি, প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সাংবাদিক শিবলী আল সাদিক, হারুনুর রশিদ, ফুজিরাহ বাংলাদেশ সমিতির সভাপতি মো. বেলাল প্রমুখ।

পরে প্রেস কাউন্সিলর আরিফুর রহমানের সঞ্চালনায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের নানা পরিবেশনা সকলকে মাতিয়ে রাখে।

এই বিভাগের আরো খবর