বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯৫

আফগান শিখ-হিন্দুদের নিয়ে যে সিদ্ধান্ত নিলো ভারত

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১  

আফগানিস্তানে অল্প পরিমাণে শিখ ও হিন্দু সম্প্রদায়ের লোকজন রয়েছে। ভারত জানিয়েছে, ওই সম্প্রদায় দুটির মানুষজনকে তাদের দেশে আসতে সাহায্য করা হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। খবর আল জাজিরার।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি ওই বিবৃতিতে জানান, আমরা আফগান শিখ এবং হিন্দু কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে যাচ্ছি। যারা আফগানিস্তান ছাড়তে চায় আমরা তাদের ভারতে প্রত্যাবাসনে ব্যবস্থা করে দেবো।

এদিকে রাজধানী কাবুলে প্রবেশের কয়েক ঘণ্টা পর শিখ ও হিন্দু কমিউনিটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছে তালেবান প্রতিনিধি দল। এসময় তালেবানরা তাদের ভয় না পেতে বা দেশ না ছাড়তে আহ্বান জানায়। বরং নিজেদের মোবাইল নম্বর দিয়ে এসেছে তালেবান প্রতিনিধিরা। কোনও সমস্যা হলে যেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়, এ কথাও জানানো হয়েছে।

শুনতে অবাক লাগলেও তালেবানরা এই দুটি সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষতি তো করেইনি বরং তাদের ‍সুরক্ষা দেয়ার আশ্বাস দিয়েছে। এমনকি নিজ নিজ বাড়ি বা স্থাপনায় সাদা পতাকা ওড়ানোর কথাও বলেছে তালেবানরা, যাতে করে ভুল বোঝাবুঝি এড়ানো যায়। এর আগেও তালেবান আমলে তেমন কোনও সমস্যা হয়নি এই দুই সম্প্রদায়ের মানুষের।
 

এই বিভাগের আরো খবর