সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬   মাঘ ১২ ১৪৩২   ০৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৮৩

আগামী ৩০ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ময়নার চর’

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬  

নতুন বছরের জানুয়ারির শেষ দিনে, ৩০ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বছরের আলোচিত সিনেমা ‘ময়নার চর’। চরাঞ্চলের মানুষের জীবনসংগ্রাম, প্রেম, সামাজিক টানাপোড়েন ও অপরাধকে ঘিরে নির্মিত এই সিনেমাটি মুক্তির আগেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

 

সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে নদীবেষ্টিত চর এলাকার ভূমিহীন মানুষের জীবনকে কেন্দ্র করে। নদীতে জেগে ওঠা চরগুলোর নেই কোনো দলিল, পর্চা বা দাগ নম্বর। এই সুযোগে জোতদার ও দখলদারদের দখলচেষ্টা, সংঘর্ষ এবং নানা প্রতিকূলতার মধ্যেও সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই উঠে এসেছে ‘ময়নার চর’-এ। নির্মাতাদের ভাষ্য, চরবাসীর বাস্তব জীবন ও সংগ্রামের নির্মমতা এই সিনেমার মূল উপজীব্য।

 

চিত্রনায়ক মামনুন হাসান ইমন সিনেমাটিতে অভিনয় করেছেন ‘কাশেম’ চরিত্রে। তার বিপরীতে প্রধান নারী চরিত্রে রয়েছেন সুস্মি রহমান। বাস্তবধর্মী অভিনয়ের মাধ্যমে দুজনের রসায়ন দর্শকদের কাছে আলাদা আবেদন তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

ইমন ও সুস্মি রহমানের পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শিবা শানু, ড্যানিরাজ, আজম খান, পলাশ লোহ, মাহমুদুল হাসান, মিশকাত মাহমুদসহ একঝাঁক পরিচিত মুখ। সহশিল্পীদের সমন্বিত ও প্রাণবন্ত অভিনয় চরাঞ্চলের গল্পকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে বলে জানিয়েছেন নির্মাতারা।

 

চিত্রনায়ক ইমন বলেন, ‘ময়নার চর আমার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ কাজ। চরাঞ্চলের মানুষের জীবন খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখবেন।’

 

সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি প্রযোজনা করেছেন সুমন পারভেজ এবং পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান বাবু। সিনেমাটি সেন্সর বোর্ড থেকে কোনো কাট ছাড়াই ছাড়পত্র পেয়েছে। এরই মধ্যে ছবির গান ‘ভেসকি দিয়া চইলা গেলি পান খাওয়াইলিনা’ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

 

শুটিং হয়েছে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার, চরআব্দুল্লাহ ও লম্বাখালীর চরসহ বিভিন্ন বাস্তব লোকেশনে, যা সিনেমার দৃশ্য ও আবহকে আরও প্রাণবন্ত করেছে।

 

নির্মাতা ও অভিনয়শিল্পীদের প্রত্যাশা, ভিন্নধর্মী গল্প ও বাস্তব উপস্থাপনার কারণে ‘ময়নার চর’ দর্শকদের মনে আলাদা জায়গা করে নেবে এবং প্রেক্ষাগৃহে ইতিবাচক সাড়া ফেলবে।

এই বিভাগের আরো খবর