আগামীকাল মুক্তি পাচ্ছে চিত্রনায়ক ইমনের ‘ময়নার চর’
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
প্রকাশিত : ০২:০৭ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
চিত্রনায়ক মামনুন হাসান ইমনের নতুন সিনেমা ময়নার চর আগামীকাল ১৬ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। চরাঞ্চলের মানুষের জীবনসংগ্রাম, প্রেম ও অপরাধকে ঘিরে নির্মিত এই সিনেমাটি ইতোমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
সিনেমাটিতে ইমন অভিনয় করেছেন ‘কাশেম’ চরিত্রে। তার বিপরীতে প্রধান চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সুস্মি রহমানকে। বাস্তবধর্মী অভিনয়ের মাধ্যমে দুজনের রসায়ন দর্শকদের কাছে আলাদা আবেদন তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সিনেমাটিতে ইমন ও সুস্মি রহমানের পাশাপাশি আরও অভিনয় করেছেন শিবা শানু, রিমন রেন সূর্য, টুকু, মাহমুদ, সানু ও পলাশসহ একঝাঁক পরিচিত মুখ। সহশিল্পীদের প্রাণবন্ত অভিনয় চরাঞ্চলের গল্পকে আরও বাস্তব ও বিশ্বাসযোগ্য করে তুলেছে। নির্মাতাদের আশা, সমন্বিত অভিনয় ও ভিন্নধর্মী গল্পের কারণে ময়নার চর দর্শকদের মনে আলাদা জায়গা করে নেবে।
চিত্রনায়ক ইমন বলেন, ময়নার চর তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ কাজ। তিনি আশা প্রকাশ করেন, দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখবেন এবং নিজেদের মতামত জানাবেন।
ময়নার চর পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান বাবু। এটি একটি সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র। প্রযোজনায় রয়েছেন সুমন পারভেজ। ছবিটি সেন্সর বোর্ড থেকে কোনো কাট ছাড়াই ছাড়পত্র পেয়েছে।
সিনেমার গল্প আবর্তিত হয়েছে নদীবেষ্টিত চর এলাকার সাধারণ মানুষের জীবন, সামাজিক টানাপোড়েন এবং একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। শুটিং হয়েছে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডারসহ বিভিন্ন চরাঞ্চলের বাস্তব লোকেশনে, যা ছবির দৃশ্য ও আবহকে আরও প্রাণবন্ত করেছে।
নির্মাতা ও অভিনয়শিল্পীদের প্রত্যাশা, ভিন্ন ধারার গল্প ও বাস্তব উপস্থাপনার কারণে ময়নার চর দর্শকদের ভালো লাগবে এবং প্রেক্ষাগৃহে ইতিবাচক সাড়া ফেলবে।
