সোমবার   ০৩ নভেম্বর ২০২৫   কার্তিক ১৯ ১৪৩২   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৩

আওয়ামী লীগ সভানেত্রীর জন্মদিনে রান্নার আয়োজন, কাশিয়ানীতে আটক ৪

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫  

গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের সময় খিচুড়ি রান্নার আয়োজন করতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় রান্নার বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাট্টাইধোবা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—মো. হাসান মোল্যা, সাগর মৃধা, মো. ইব্রাহিম ও সাফায়েতুল ইসলাম।

 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ওই গ্রামে ছাত্রলীগ কর্মীরা রান্নার আয়োজন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তারা এ সময় নাশকতারও পরিকল্পনা করছিল। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে।

 

তিনি আরও জানান, মোট পাঁচজনকে আটক করা হয়েছিল। এর মধ্যে ইসা ইসলাম নামে এক কর্মী শারীরিক অসুস্থ থাকায় তাকে বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়। বাকি চারজনকে থানায় আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরো খবর