ব্রেকিং:
জাকসু নির্বাচনের ফলাফল পেতে ১২ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম।

শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৩

আইসল্যান্ডকে হারিয়ে আরেক ধাপ এগোল ফ্রান্স

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৯  

ইউরো বাছাইপর্বে একমাত্র গোলে আইসল্যান্ডকে কোনোরকমে হারাল ফ্রান্স। এর ফলে মূল পর্বে ওঠার পথে আরেক ধাপ এগোল রাশিয়া বিশ্বকাপ জয়ী দলটি। 

গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত এ ম্যাচের শুরু থেকে বল দখলে ফ্রান্স এগিয়ে থাকলেও বিরতির আগে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি দলটি। প্রথমার্ধের ৪২তম মিনিটে একমাত্র উল্লেখ্যযোগ্য সুযোগটি পায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে অঁতোয়ান গ্রিজমানের জোরালো শট পাঞ্চ করে ফিরিয়ে দেন গোলরক্ষক।

বিরতির পর  ৬৬তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ফ্রান্স। প্রতিপক্ষের ডি-বক্সে গ্রিজমান ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। স্পট কিকে গোলরক্ষককে উল্টো দিকে পাঠিয়ে লক্ষ্যভেদ করেন চেলসি স্ট্রাইকার জিরুদ। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। 

বাকি সময়ে আর কোনো গোল না হলে একমাত্র গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে ফরাসীরা।

এই নিয়ে সাত ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স।

এই বিভাগের আরো খবর