রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৫ ১৪৩২   ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

অস্কারে যাচ্ছে ইশান-জাহ্নবী অভিনীত ‘হোমবাউন্ড’

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫  

ভারতের তরুণ তারকা ইশান খট্টর ও জাহ্নবী কাপুর অভিনীত আলোচিত সিনেমা ‘হোমবাউন্ড’ এবার যাচ্ছে অস্কারে। ২০২৬ সালের একাডেমি অ্যাওয়ার্ডসে ভারতের পক্ষ থেকে শ্রেষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতার জন্য ছবিটি মনোনীত হয়েছে।

নীরজ ঘায়ওয়ান পরিচালিত ছবিটি এরই মধ্যে কানসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। কান উৎসবে সিনেমাটি ৯ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল, যেখানে দর্শকরা অভিনয়, কাহিনি ও সাংস্কৃতিক আবহে মুগ্ধ হন।

সিনেমার প্রযোজক করণ জোহর এবং নির্বাহী প্রযোজক হিসেবে আছেন হলিউডের কিংবদন্তি মার্টিন স্করসেস। স্করসেস জানান, নীরজ ঘায়ওয়ানের আগের কাজ ‘মাসান’ দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। ‘হোমবাউন্ড’-এর সাংস্কৃতিক গভীরতা বোঝার পর তিনি এ সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।

গল্পে উঠে এসেছে উত্তর ভারতের একটি ছোট শহরের দুই শৈশব বন্ধুর জীবন। তারা জাতীয় পুলিশ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সামাজিক চাপ, পারিবারিক বাধ্যবাধকতা ও নানা প্রত্যাশার কারণে তাদের বন্ধুত্ব কঠিন পরীক্ষার মুখে পড়ে। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এ গল্পে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইশান খট্টর, তার বিপরীতে আছেন জাহ্নবী কাপুর। এছাড়া বিষাল জেঠও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।

‘হোমবাউন্ড’ মুক্তি পাবে আগামী ২৬ সেপ্টেম্বর ভারতের প্রেক্ষাগৃহে। পরবর্তীতে সিনেমাটি নেটফ্লিক্সে স্ট্রিমিংয়ের জন্য উন্মুক্ত হবে।

এই বিভাগের আরো খবর