শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৯

অশ্রু আর ক্ষোভে ভরা তৃণমূল

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫  

সুনামগঞ্জ-১ (তাহিরপুর–জামালগঞ্জ–মধ্যনগর/ধর্মপাশা) আসনের রাজনীতি এখন তপ্ত, আবেগে ভারী চারদিক। বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও তৃণমূলের জনপ্রিয় মুখ জননেতা কামরুজ্জামান কামরুল মনোনয়ন না পাওয়ায়, স্থানীয় নেতা কর্মীদের মধ্যে নেমে এসেছে অশ্রু আর ক্ষোভের ঝড়।

 

ফেসবুক লাইভ ও ভিডিওতে দেখা গেছে কেউ কান্না ধরে রাখতে পারছেন না,কারও কণ্ঠ কাঁপছে বেদনায়।কেউ বলছেন,এমন নেতা আর পাওয়া যাবে না,কেউ আবার প্রশ্ন ছুড়ছেন,যে মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়েছে,তার জায়গায় এ কেমন সিদ্ধান্ত?

 

তৃণমূলের কর্মীরা দাবি করছেন, এই সিদ্ধান্ত শুধু এক নেতাকে নয়, আন্দোলনের মেরুদণ্ডকেও আঘাত করেছে। তাঁদের মতে,কামরুল ছিলেন মাঠের সংগঠক,মানুষের দুঃখে পাশে থাকা নেতা, আর রাজপথে লড়াইয়ের মুখ।

 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই প্রতিক্রিয়া কোনো সাধারণ হতাশা নয়;এটি তৃণমূলের ক্রন্দন, যে কণ্ঠ দলীয় কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে চাইছে।

 

বিএনপির এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন,কামরুল ভাইয়ের জনপ্রিয়তা দমিয়ে রাখা সম্ভব নয়।এই বঞ্চনা কর্মীদের হৃদয়ে ব্যথা হয়ে বাজছে।

 

এই আবেগের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বিএনপির এক কর্মী আরাফাত সানির ফেসবুক পোস্ট। তিনি লিখেছেন,১৩২টি আসনে প্রার্থিতা বাতিলের যে সাহসিকতা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তেমনিভাবে সুনামগঞ্জ-০১ আসনের হাজারো জনতার চাওয়া-প্রত্যাশাকেও সম্মান জানানো হোক। জনগণ ভোট চায়, জনগণ যোগ্য নেতৃত্ব চায়,জনগণ পরিবর্তন চায়। যারা মাঠে ছিল, সংগ্রামে ছিল,রাজপথে ছিল,তাদের বাদ দিয়ে দল আগাতে পারে না, জনগণ মেনে নেবে না।

সময় এখন সিদ্ধান্ত বদলের, না হলে সময় নিজেই বদলে দেবে সিদ্ধান্ত।এ পোস্টটি মুহূর্তেই তৃণমূলের মধ্যে ঝড় তুলেছে। অনেকেই এটিকে জনগণের কণ্ঠস্বর বলে আখ্যা দিচ্ছেন।

 

এর পাশাপাশি,স্থানীয় বিএনপি নেতা ছয়ফুল ইসলাম তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন,শহীদ পেসিডেন্ট জিয়াউর রহমান বলছেন বেক্তির চেয়ে দল বড়,দলের চেয়ে দেশ বড়।এরই প্রেক্ষিতে আমি বলতে চাই,দেশের মালিক জনগণ। তাই আপনাকে দিতেই হবে জনগণের পক্ষে মনোনয়ন। এখানে হাজার হাজার কামরুল,তারা কি করবেন এখন? নিজের হাতে গড়া ফসল দিয়ে গুলা বরবে জনগণ। আরো একটা গোস্টি অপেক্ষায় আছে,আপনি আসবেন কখন।

 

রাজনৈতিক বিশ্লেষণে বলা হচ্ছে, মনোনয়ন হয়তো হারিয়েছেন কামরুল, কিন্তু তিনি জিতে নিয়েছেন মানুষের হৃদয় ও বিশ্বাস।

 

দলীয় সিদ্ধান্তের বাইরে জনতার এই প্রবল আবেগ এখন প্রশ্ন তুলছে,বঞ্চিত নেতা কি হারিয়ে যান, নাকি মানুষের ভালোবাসায় হয়ে ওঠেন ইতিহাসের অংশ?

 

এই বিভাগের আরো খবর