রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৪৯

অভিনেত্রী সাবিলা নূরের আজ গায়েহলুদ

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৯  

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের গায়েহলুদ আজ। রাজধানী ঢাকার একটি ক্লাবে তাঁর হলুদসন্ধ্যার আয়োজন করা হয়েছে। আগামীকাল শুক্রবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

সাবিলার পাত্র দীর্ঘদিনের প্রেমিক নেহাল সুনন্দ তাহের, তিনি বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত।

টানা তিন বছর চুটিয়ে প্রেমের পর নেহালের ঘরনি হচ্ছেন সাবিলা। আগামীকাল বিয়ের পিঁড়িতে বসবেন সাবিলা-নেহাল। রাজধানীর একটি অভিজাত ক্লাবে বিয়ের আয়োজন সম্পন্ন হবে। আর ২৭ অক্টোবর হবে বৌভাত।

বর নেহাল সম্পর্কে সাবিলা নূর বলেন, ‘ও খুবই ভালো বন্ধু আমার। আমার কাজকেও সাপোর্ট করে সে। ফলে আমি আমার কাজও চালিয়ে যেতে পারব।’

দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল সাবিলা নূরের সঙ্গে নেহালের প্রেমের গুঞ্জন নিয়ে। তবে বরাবরই সাবিলা প্রেমের গুঞ্জন অস্বীকার করে আসছিলেন। অবশেষে গত ১৪ অক্টোবর সাবিলা ঘোষণা দেন বন্ধু নেহালকেই বিয়ে করছেন তিনি।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সাবিলার হবু স্বামী নেহালের বাড়ি চাঁদপুরে। বাংলাদেশ বেতারের সাবেক উপমহাপরিচালক মরহুম আবু তাহেরের কনিষ্ঠ ছেলে। মা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন।

২০১৪ সালে মডেলিং দিয়ে বিনোদন অঙ্গনে ক্যারিয়ার শুরু করেন সাবিলা নূর। ‘ইউটার্ন’, ‘জোনাকির আলো’, ‘বুলেট প্রুফ ম্যারেজ’, ‘থ্রি ফ্রেন্ডস’, ‘ক্ষরণ’, ‘অপরাজিতা তুমি’সহ অনেক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। টিভি বিজ্ঞাপনেও জনপ্রিয় মুখ সাবিলা।

এই বিভাগের আরো খবর