রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৯ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫৭

অবশেষে স্বামীর সঙ্গে দেখা মিলল অভিনেত্রী শখের

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২০  

জনের বাড়ি গাজীপুর জে’লার কালিয়াকৈর থা’নার বলিয়াদি গ্রামে। এক সময় টুকটাক মডেলিং করেছেন, এখন তিনি পেশায় ব্যবসায়ী। চলতি বছর ১২ মে ঘরোয়াভাবে শখ ও জনের বিয়ে হয়। দুজনই সংসার পেতেছেন উত্তরার একটি বাসায়। এবার কোরবানির ঈদে স্বামী জনের সঙ্গে শ্বশুরবাড়ি গিয়েছিলেন শখ। সেখানেই রংবেরং প্রতিবেদকের সঙ্গে দেখা এই দম্পতির। কিন্তু কথা বলার সুযোগ ছিল না। এখনো বলিয়াদিতেই আছেন শখ-জন।জনের ভাগ্নে আরাফ রহমান বলেন, ‘পারিবারিকভাবে আমাদের কোনো কিছু জানানো নিষেধ, তবে মামি অনেক ভালো

মানুষ। কত্ত বড় মডেল-অ’ভিনেত্রী, অথচ কোনো অহংকার নেই। গত দুই সপ্তাহ ধরে গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে দেখা করেছেন। সবার ভালো-মন্দের খোঁজখবর নিয়েছেন। মামিকে পেয়ে আমাদের পরিবারের সবাই খুশি।’অনেক দিন ধরেই মডেলিং-অ’ভিনয়ে অনিয়মিত শখ। গেল

দুই ঈদের খুব কম নাট’কেই তাঁকে পাওয়া গেছে। এমনকি পুরনো ফোন নম্বরও ব্যবহার করছেন না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাওয়া গেল শখ-জন দুজনকেই। সেখানে নাম বদলে শখ এখন আনিকা রহমান। রিলেশনশিপ স্টেটাসে লেখা, ‘ম্যারিড টু জন

রহমান।’ আছে বিয়ের তারিখও—১২ মে ২০২০।আরাফ জানান, করো’নার প্রকোপ কমলে ঢাকায় ঘটা করে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজনের ইচ্ছা তাঁর মামা জনের।

এই বিভাগের আরো খবর