মঙ্গলবার   ২১ অক্টোবর ২০২৫   কার্তিক ৬ ১৪৩২   ২৮ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫২

অনলাইনে কেক বিক্রি করে স্বপ্নজয়ের পথে সুমাইয়া সুমি

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫  

ঢাকা গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করে জীবনের বাস্তব চাহিদা থেকেই উদ্যোক্তা হওয়ার পথ বেছে নেন সুমাইয়া সুমি। প্রথাগত চাকরির পিছনে না ছুটে তিনি নেন এক সাহসী সিদ্ধান্ত–অনলাইনে কেক বিক্রি শুরু করার। বর্তমানে তিনি পরিচিত একজন সফল নারী উদ্যোক্তা, যার অনলাইন উদ্যোগ "হোমমেড বেকারি" পেয়েছে গ্রাহকদের আস্থা ও ভালোবাসা।


সম্প্রতি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কর্তৃক তার প্রতিষ্ঠান “হোমমেড বেকারি”-কে শিল্প নিবন্ধন সনদপত্র (নিবন্ধন নং: FE-20250428-0020216) প্রদান করা হয়েছে। বিসিকের সরকারি উপপরিচালক মোহাম্মদ হানিফ স্বাক্ষরিত এই সনদ তার উদ্যোক্তা স্বীকৃতির নতুন অধ্যায় খুলে দিয়েছে।  


শুরুর পথটা ছিল চ্যালেঞ্জে ভরা। কেউ বলেছেন, “এই ব্যবসা টিকবে না”, কেউ বলেছেন, “এতো প্রতিযোগিতার মাঝে পারবে না।” কিন্তু সুমি থেমে থাকেননি। দৃঢ় মনোবল ও নিরলস পরিশ্রমে আজ তিনি প্রমাণ করেছেন–ইচ্ছাশক্তি থাকলে ছোট কোনো কাজও বড় কিছু হয়ে উঠতে পারে।


ডিজিটাল যুগের সুযোগ কাজে লাগিয়ে তিনি অনলাইনে নিজের কেক ব্যবসাকে ছড়িয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। শুধু নিজেই স্বাবলম্বী হননি, আশপাশের অন্তত দশজন নারীকে শিখিয়েছেন কেক তৈরির প্রক্রিয়া ও অনলাইন ব্যবসার কৌশল।


সুমি বলেন, শুধু কেক বিক্রি নয়, আমি চাই প্রতিটি গ্রাহক আমার পণ্যে সন্তুষ্টি আর আনন্দ খুঁজে পাক–এটাই আমার আসল সফলতা।


তার ফেসবুক পেজ হোমমেড বেকারি-তে প্রতিদিনই আসে নানা ধরনের অর্ডার–জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা বিশেষ অনুষ্ঠান উপলক্ষে। ক্রেতাদের চাহিদা, ডিজাইন ও স্বাদের দিক বিবেচনা করে প্রতিটি কেক বানান তিনি যত্ন আর ভালোবাসা দিয়ে।


সুমাইয়া সুমি এখন তরুণ প্রজন্মের অনেকের জন্য অনুপ্রেরণার প্রতীক। তিনি বিশ্বাস করেন,  স্বপ্ন যদি সত্যিকারের হয়, আর পরিশ্রম যদি ধারাবাহিক হয়–তাহলে কোনো বাধাই সাফল্য ঠেকাতে পারে না।

এই বিভাগের আরো খবর