বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৯৭

ফের বিয়ে করেছেন হাবিব ওয়াহিদ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১  

ফের বিয়ে করলেন চলতি জনপ্রিয় সংগীত পরিচালক ও শিল্পী হাবিব ওয়াহিদ। আর বিয়ষটি নিজেই তিনি নিশ্চিত করেছেন। তার স্ত্রীর নাম আফসানা চৌধুরী শিফা। হাবিব এক ফেসবুক পোস্টে আজ  জানান, প্রিয় অনুরাগীরা, আমি আমার ব্যক্তিগত জীবনে একটি খুব আকস্মিক খবর আপনাদের সাথে ভাগ করতে চাই। সম্প্রতি, আমি বিয়ে করেছি এবং আমার স্ত্রীর নাম আফসানা চৌধুরী (শিফা)। আপনারা সকলেই জানেন যে বিশ্বব্যাপী মহামারীর কারণে পুরো বিশ্ব বর্তমানে খুব খারাপ সময়ে কাটছে, এই কারণেই বিষয়টি  সেভাবে কাউকে জানানো হয়নি। সবাই দোয়া করবেন।

এর আগে ২০১১ সালের ১৩ অক্টোবর চট্টগ্রামের মেয়ে রেহান চৌধুরীকে বিয়ে করেন হাবিব ওয়াহিদ। আর তাদের বিয়েটা হয়েছিল হাবিবের মা রোখসানা ওয়াহিদের পছন্দে।

২০১২ সালের ২৪ ডিসেম্বর ছেলের বাবা হন হাবিব। তাদের ছেলের নাম আলিম। ২০১৭ সালের ১৯ জানুয়ারি তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

এই বিভাগের আরো খবর