ব্রেকিং:
এসএসসি পরীক্ষার ফল ১০ জুলাই

বুধবার   ০৯ জুলাই ২০২৫   আষাঢ় ২৫ ১৪৩২   ১৩ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৯

কোপার সেরা একাদশে স্থান পেলেন যারা, আছে লিওনেল মেসির নাম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই ২০২১  

লাতিন আমেরিকার বিশ্বকাপ খ্যাত কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। দীর্ঘ ২৮ বছর পর আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে আলবেসিলেস্তেরা। টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।

যেখানে চ্যাম্পিয়ন দলের চার জন ফুটবলার স্থান পেয়েছেন। রানার্সআপ ব্রাজিলের ৩ জন রয়েছেন এই একাদশে। কলম্বিয়া, চিলি, ইকুয়েডর ও পেরুর একজন করে রয়েছেন একাদশে।

গোল পোস্ট সামলাবেন আর্জেন্টিনার ও অ্যাস্টন ভিলয়ার এমিলিয়ানো মার্টিনেজ। আক্রমণভাগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে রয়েছেন ব্রাজিলের নেইমার। তাদের সঙ্গে জায়গা করে নিয়েছেন কলম্বিয়ার লুইস ডিয়াজ।

রক্ষণ ভাগ ও মাঝমাঠ ব্রাজিল-আর্জেন্টিনার একজন করে ফুটবলারের জায়গা পেয়েছেন।

কোপা আমেরিকার সেরা একাদশ

গোলরক্ষক

এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)

রক্ষণভাগ

মাউরিসিও ইসলা (চিলি), ক্রিশ্চিয়ানো রোমেরো (আর্জেন্টিনা), মার্কুইনহোস (ব্রাজিল), পারভিস এস্তুপিনান (ইকুয়েডর)

মধ্যমাঠ

ইয়োশিমার ইয়োতুন (পেরু), ক্যাসেমিরো (ব্রাজিল), রদ্রিগো ডি পল (আর্জেন্টিনা)

আক্রমণভাগ

লিওনেল মেসি (আর্জেন্টিনা), নেইমার (ব্রাজিল), লুইস ডিয়াজ (কলম্বিয়া)
 

এই বিভাগের আরো খবর