বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৫

গাজীপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

 অনলাইন ডেস্ক 

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২  

গাজীপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা দায়িত্বভার গ্রহণ করেছেন।  

বুধবার সকালে দলীয় নেতাকর্মী জেলা পরিষদ সদস্য ও কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোতাহার হোসেন মোল্লা ছাড়াও বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খান, কালিয়াকৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যবৃন্দরা।

পরে তিনি গাজীপুর জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় জেলা পরিষদদের সদস্যবৃন্দ ও কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করে নিজ কার্যালয়ে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

এই বিভাগের আরো খবর