শুক্রবার   ০১ ডিসেম্বর ২০২৩   অগ্রাহায়ণ ১৬ ১৪৩০   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৯

স্মার্ট বাংলাদেশের সাইবার নিরাপত্তার জন্য কাজ করছে মেঘনা ক্লাউড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩  

স্মার্ট বাংলাদেশের সাইবার নিরাপত্তার জন্য কাজ করছে  মেঘনা ক্লাউড । এ লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে।  প্রত্যেকটা সিটিজেনের কাছে পৌঁছানোর জন্য ডাটা সুরক্ষা  সার্ভিস প্রোভাইড করাসহ গুরুত্বপূর্ণ তথ্য  সরকারের একটি নীতিমালের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সকল‌ সীমাবদ্ধতাকে অতিক্রম করে ডাটা সুরক্ষায় আমাদের সবাইকে একত্রে কাজ করার জন্য আমরা বিভিন্ন পোস্ট হোল্ডারদের সঙ্গে একযোগে কাজ করছি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ব্র্যাক সেন্টারে স্মার্ট বাংলাদেশে সাইবার নিরাপত্তা ডাটা সুরক্ষায় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) এর ভূমিকা শীর্ষক সেমিনারে বক্তারা এমন অভিমত ব্যক্ত করেছেন। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন জেনেটিক টেকনোলজিস্ট লিমিটেডের প্রধান পরিচালনা কর্মকর্তা সাইফ রহমান এছাড়া ভার্চুয়ালি যোগদান করেন আমেরিকা থেকে এমাজন অ্যামাজন ওয়েবসাইটের টিম লিডার  মাহাদি-উজ্জামান। সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশের ৩৪ টি সিআইআই প্রতিষ্ঠানের কর্মকর্তারা ।
মূল প্রবন্ধে বলা হয় ৪৩ মিলিয়ন ইউজার দেশে ফেসবুকের মাধ্যমে সহায়তা করে আসছে এই প্রকল্প। প্রকল্পের ইউটিউবে বাংলাদেশের ২৭৫ টির উপরে ক্যাশ সার্ভার আছে। বাংলাদেশে বড় ট্রান্সফরমার জার্নি চলছে। পাওয়ার এনার্জি হেলথ কেয়ার ট্রান্সলেশন সবগুলো সেক্টরের ডাটা মিট আসছে। সোশ্যাল সার্ভিস পাবলিক সার্ভিসেস এগিয়ে নেয়া হচ্ছে । সাইবার সিকিউরিটি একটা রিয়েলিটিতে পরিণত হয়েছে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ঢাকা সেন্টারের চেয়ারম্যান ও  তথ্য প্রযুক্তি যোগাযোগ বিভাগের যুগ্ন সচিব শামসুল আরেফিন খান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান খান। এছাড়া আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রঞ্জিত কুমার এছাড়া সেমিনারের বক্তব্য রাখেন, আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, জেনিটেক্সের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরী প্রমূখ।

এই বিভাগের আরো খবর