শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৯৮

প্রকাশিত সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

লালমাই (কুমিল্লা) প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০  


কুমিল্লার লালমাইয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে আজ সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর কুমিল্লার আঞ্চলিক দৈনিক পত্রিকা ডাক প্রতিদিনে লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়ন শাখা ছাত্রলীগ সভাপতি আবদুল হান্নান মিয়াজির বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। উক্ত প্রকাশিত সংবাদের বিরুদ্ধে আবদুল হান্নান মিয়াজি সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমার রাজনৈতিক ক্যারিযার ধ্বংস করার জন্য একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে আমার নামে মিথ্যা ষড়যন্ত্র মূলক সংবাদ প্রকাশ করে। আসল ঘটনা হলো গত ৮ই সেপ্টেম্বর আমার গ্রামের সিএনজি চালক মোঃ খোরশেদ আলম উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের হলুদিয়া গ্রামে মৃত সামছুল হকের স্ত্রী কথিত কবিরাজ ফাতেমা আক্তারের নিকট চিকিৎসা নিতে যায়। চিকিৎসা নিতে গেলে তাকে জিম্মি করে ১লক্ষ টাকা চাঁদা দাবি করে। খোরশেদ আলমকে প্রচন্ড মারধর করা হয়। চাঁদার ১লক্ষ টাকা ওয়াব মিয়ার মিলে পৌছে দেওয়ার জন্য মোবাইল ফোনে কবিরাজ ফাতেমা আক্তার খোরশেদের পরিবারকে জানায়। খোরশেদের পরিবার আমার সাথে যোগাযোগ করলে আমি হলুদিয়া গ্রামরে এনজিও পরিচালক আবু তাহের রনি, স্থানীয় মেম্বার মফিজুর রহমান, মাষ্টার জয়নাল আবেদিনসহ গণ্যমান্য ব্যক্তিদের মোবাইলে বিষয়টি জানাই। এর মধ্যে  স্থানীয় সেলুন দোকানদারের মাধ্যমে খোরশেদ এর অবস্থান কথিত কবিরাজ ফাতেমার বাড়িতে আটক আছে জানতে পারে। ঐ দিন আমরা সবাই মিলে খোরশেদ আলমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করি। আমার কথা যদি মিথ্যা হয় তাহলে আপনারা (সাংবাদিকরা) অনুসন্ধান করে দেখতে পারেন। সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আক্তার হোসেন পারভেজ, যুবলীগ নেতা কামরুল হাসান ভূট্টোসহ প্রমুখ।

এই বিভাগের আরো খবর