শনিবার   ২৭ জুলাই ২০২৪   শ্রাবণ ১১ ১৪৩১   ২০ মুহররম ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৫৩

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় মো. রুবেল আলী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেছে আদালত। সেই সাথে তাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ বছরের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
রোববার দুপুরে আসামির উপস্থিতে জেলা ও দায়রা জজ মোহাঃ আদীব আলী এই দন্ডাদেশ ঘোষণা করেন। দন্ডিত রুবেল রাজশাহী’র গোদাগাড়ী উপজেলার মহনপুর ইউনিয়নের দিঘা মিয়াপাড়া গ্রামের তোফাজ্জলের ছেলে।
রাষ্ট্রপ¶ের মোঃ নাজমুল আজম বলেন, ২০১৮ সালের ৭ জুলাই জেলা সদরের হরিপুর মিয়াপাড়া জৈনিক শাজাহানের আমবাগানের দক্ষিণ পাশে গলির ভিতরে র‌্যাবের অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন রুবেল। এ ঘটনায় ওইদিনই র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এসআই মোঃ তারিফুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। পরের দিন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন সদর থানার এসআই মোঃ জিন্নাতুল ইসলাম আদালতে আসামীর বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন।
সা¶্য প্রমাণাদী শেষে আদালতের বিচারক রোববার (২২ জানুয়ারি ২০২৩খ্রি.) দুপুরে রুবেল আলীকে দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায়ে দণ্ডিত করেন।

এই বিভাগের আরো খবর