বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৪

হাতিরঝিলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলচালকের মৃত্যু

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩  

রাজধানীর হাতিরঝিল মোড় এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন মো. ইসহাক (৩৫) নামে এক যুবক।
বুধবার (২৫ জানুয়ারি) দিনগত রাত ১টা ৩০ মিনিটের দিকে ঘটে এই দুর্ঘটনা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতকে নিয়ে আসা পথচারী আব্দুল জব্বার জানান, হাতিরঝিল মোড় এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। এখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের পরিচয় আমরা জানতে পারিনি। তার কাছে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে নাম জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই বিভাগের আরো খবর