স্নায়ুচাপে ভুগছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫

টানা ১৮ বছরের চড়াই-উতরাই পেরিয়ে ভিন্ন এক সন্ধিক্ষণে জাতীয়তাবাদী দল বিএনপি। জুলাই-আগস্ট অভ্যুত্থানে নেতাকর্মীদের মনে স্বস্তি ফিরলেও নির্বাচন নিয়ে শঙ্কা যেন কাটছে না তাদের মন থেকে। দূরত্ব তৈরি হয়েছে পুরোনো মিত্রদের সঙ্গে। নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গেও সৌহার্দ্যের সম্পর্ক তৈরি হয়নি তাদের। আবার ৫ আগস্ট-পরবর্তী দলের কিছু নেতাকর্মীর বিতর্কিত কর্মকাণ্ড বিব্রত করছে দলটিকে। হচ্ছে সমালোচনাও।
এসব পাশে রেখে নির্বাচনের মাধ্যমে দেশকে দ্রুত কীভাবে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে নেওয়া যায়, বিএনপি দৃশ্যত তাতেই বেশি নজর দিচ্ছে বলে জানান দলের নেতারা। তবে সমালোচকরা বলছেন, ক্ষমতায় যাওয়ার জন্য উন্মুখ বিএনপি। তাই সংস্কারের বিষয়ে তারা বড় ছাড় দিতে চাচ্ছে না। অবশ্য ক্ষমতার কাছে এসেও দূরে থাকা এবং নির্বাচন নিয়ে নানা গুজবের কারণে এক ধরনের স্নায়ুচাপে ভুগছেন দলটির নেতারা।
বিএনপির নীতিনির্ধারকদের মতে, সফল অভ্যুত্থানের পর নির্বাচন, সংস্কার, ফ্যাসিবাদের বিচারসহ নানা ইস্যুতে গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। সবাই নিজেদের স্বার্থ মাথায় রেখে পথ চলতে শুরু করেছে। এতে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ বাধার মুখে পড়ছে।
জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বুধবার সমকালকে বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার সফল অভ্যুত্থানের পর মানুষ গুণগত পরিবর্তন নিয়ে আশান্বিত হয়েছিল। এই গুণগত পরিবর্তন রাজনীতির ক্ষেত্রে, রাজনৈতিক কাঠামোর ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে। বিএনপি তা ধারণ করছে।
মির্জা ফখরুল বলেন, দেশে এখন নির্বাচনের আবহ তৈরি হয়েছে। যদিও একটি গোষ্ঠী তা বানচালের চেষ্টা করছে। বিভিন্ন ধরনের উগ্র কথা বলে মানুষকে বিভক্ত করতে চাচ্ছে। তবে ষড়যন্ত্র কখনও কাজে আসে না। অতীত তাই বলে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ৫ আগস্টের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারামুক্ত হন। রাজনৈতিক মামলায় দলের কারাবন্দি নেতাকর্মীরাও মুক্তি পান। কিন্তু বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীর বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠছে। এতে দলের জনপ্রিয়তা চ্যালেঞ্জে পড়েছে। অনেককে বহিষ্কারসহ নানা শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু পরিস্থিতি খুব একটা পাল্টায়নি।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার সমকালকে বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে বিএনপিকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে। কারণ, বিএনপিই সবচেয়ে বড় দল। মনে করা হয়, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। সেখানে বিএনপিকে যেটা ভাবা দরকার, ক্ষমতাসীনদের দৃষ্টিতে এক ধরনের সংস্কার হয় আবার বিরোধীদের দৃষ্টিতে এক ধরনের সংস্কার হয়। আমার মনে হয়, বিএনপি এখন ক্ষমতাসীন হিসেবে সংস্কার দেখছে। কিন্তু চিরকাল তো তারা ক্ষমতায় থাকবে না। তাদেরও বিরোধী দলে যেতে হবে। সুতরাং, তারা যদি বিরোধী দলের দৃষ্টিকোণ থেকে চিন্তা করে সংস্কার নিয়ে এগোয়, তাহলে বর্তমান সমস্যা অনেকটাই কেটে যাবে।
বিশ্লেষকরা বলছেন, চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মাঠে না থাকায় ভিন্ন রকম চ্যালেঞ্জের মুখে পড়েছে বিএনপি। তাদের ‘নতুন প্রতিপক্ষ’ জামায়াতে ইসলামী কিংবা এনসিপি তথ্যপ্রযুক্তিতে অভিজ্ঞ। প্রতিনিয়ত সামাজিক মাধ্যমে গুজব, গুঞ্জন আর ট্রলের মোকাবিলায় বিএনপি যেন পেরে উঠছে না। একে চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিতও করেছে তারা। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়, দেশের সামরিক-বেসামরিক শক্তি ও সুশীল সমাজের সমর্থন, গণমাধ্যম, ত্যাগী আর যোগ্য প্রার্থী বাছাই করার মতো চ্যালেঞ্জও নিতে হবে দলটিকে।
এমন পরিস্থিতিতেই আজ ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে এক সপ্তাহের কর্মসূচি গ্রহণ করেছে দলটি। গঠন করা হয়েছে ১৬ সদস্যবিশিষ্ট ‘জাতীয় উদযাপন’ কমিটি। ঘোষণা করা হয়েছে ছয় দিনের কর্মসূচি।
১৯৭৮ সালের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর তাঁর স্ত্রী খালেদা জিয়া দলের হাল ধরেন। তাঁর নেতৃত্বে তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় যায় বিএনপি। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তাঁর ছেলে তারেক রহমান লন্ডন থেকে দল পরিচালনা করছেন। এতে তাঁর সক্রিয় উপস্থিতির শূন্যতা পূরণ হচ্ছে না।
নির্বাচন নিয়ে সংকট বাড়লেও আশাবাদী নেতারা
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু জুলাই সনদ, সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে সৃষ্ট মতভিন্নতা বিএনপির ভেতরে সন্দেহ-অবিশ্বাস বাড়িয়ে তুলছে। যদিও বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে বলছেন, পরিস্থিতি যাই হোক, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।
মিত্র শক্তির মধ্যে বিভাজন নিয়ে বিএনপি নেতারা বলছেন, জামায়াতে ইসলামী শক্তিশালী বিরোধী দল হতে চাচ্ছে। তারা সেই নিশ্চয়তা পাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে, এনসিপি এখন যেভাবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছে, ক্ষমতাকে উপভোগ করছে, সেভাবে আগামীতেও চাচ্ছে। সেজন্য তারাও নানা অজুহাত তৈরি করছে। তবে একটা সময় এসব নিরসন হয়ে যাবে বলেও মনে করছেন নেতারা।
এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের কাজগুলো এগিয়ে নিচ্ছে। যে কমিটিগুলো করেছে, তারা দ্রুততার সঙ্গে জুলাই সনদের কাজ করছে। কিছু কিছু জায়গা আছে, যেগুলোর সঙ্গে আমরা একমত হতে পারিনি। সেগুলোতে আমরা একমত হয়েছি ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে। আমরা চাই, যত দ্রুত সম্ভব সব রাজনৈতিক দল অন্তত একটি জায়গায় একমত হোক। নির্বাচনকে দ্রুত শেষ করে আমরা সংসদ তৈরি করি, সংসদে বাকি যে কাজগুলো থাকবে, সেগুলো শেষ করব।
নির্বাচনী প্রস্তুতি, চৌকসদের বেছে নেবে দল
আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে অন্যান্য দল সারাদেশে প্রার্থিতা ঘোষণা করলেও বিএনপি তা করেনি। নির্বাচনের তপশিলের পর এই কর্মযজ্ঞ শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এরই মধ্যে দেশের অনেক আসনে দলের প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া শুরু হয়েছে। যুগপৎ আন্দোলনে থাকা অনেক দলের নেতাদের আসনের বিষয়েও বিএনপির হাইকমান্ড নিশ্চিত করেছেন। এর বাইরে থাকা অন্যান্য আসনে প্রার্থিতা জরিপসহ প্রতিপক্ষ প্রার্থীর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানা গেছে।
বিএনপি মনে করছে, তরুণ নেতৃত্বের প্রতি মানুষের এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে। জনগণের সেই আগ্রহ-আকাঙ্ক্ষাকে কীভাবে দলীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জায়গা দেওয়া যায়, তা নিয়েও ভাবছে শীর্ষ নেতৃত্ব। দলীয় মনোনয়নেও এই ভাবনার প্রভাব পড়তে পারে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সমকালকে বলেন, নতুন নতুন প্রত্যাশাসহ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে তাঁর দল। সেখানে থাকবে মেধার মূল্য, মানুষ বুকভরে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবে, যেখানে কথা বলার অধিকার থাকবে, থাকবে ভোটের অধিকার; সর্বোপরি থাকবে মানুষের বেঁচে থাকার অধিকার, যেখানে স্বৈরাচারী সরকারের বুলেটের গুলিতে আর কাউকে প্রাণ দিতে হবে না।
কর্মসূচি
গতকাল দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ ১ সেপ্টেম্বর ভোরে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে। সারাদেশে সব মহানগর ও জেলায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি হবে।
২ সেপ্টেম্বর ঢাকায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। নয়াপল্টনের সামনে থেকে দুপুর ২টায় র্যালি শুরু হবে। ৩ সেপ্টেম্বর দেশের সব উপজেলা ও পৌর এলাকায় আলোচনা সভা ও র্যালি, ৪ সেপ্টেম্বর সব মহানগর, জেলা-উপজেলায় বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রীড়া প্রতিযোগিতা এবং ৫ সেপ্টেম্বর ঢাকায় একটি গোলটেবিল আলোচনা হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং বিএনপির পক্ষ থেকে পোস্টার প্রকাশ করা হয়েছে।
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আর ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বেলজিয়াম
- বিকেলে ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
- সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল প্রশ্নে রায় ঘোষণা শুরু
- শুভশ্রীর সম্মানহানি হোক চাই না, ‘দুই বাচ্চার মা’ প্রসঙ্গে দেব
- আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৮০০ ছাড়াল
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের
- হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই
- পিরোজপুর-২ ধানের শীষ প্রার্থী আহম্মদ সোহেলের ঢাকায় মতবিনিময় সভা
- মনিরুল সিন্ডিকেটের হিসাবে হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ!
- নির্বাচন সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে
- ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বলে প্রধান উপদেষ্টা বলেন
- যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রসমাজ প্রস্তুত : শিবির নেতা
- স্নায়ুচাপে ভুগছে বিএনপি
- কেন্দ্রীয় ব্যাংকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন ৪ কর্মকর্তা
- নির্বাচন সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে
- ইবাদত অভ্যাসে পরিণত করতে ৭টি বিষয় মেনে চলুন
- আইফোন ১৭ প্রো ম্যাক্স আসছে : দাম কত জানেন?
- জ্বরের পর কাশি কমাতে ঘরোয়া কয়েকটি উপায়
- ওভারে ৬ ছক্কা, শেষ ২ ওভারে ৬৯ রান নিলেন ভারতীয় ব্যাটার
- আবারও ছোট পর্দায় ফিরছেন মধুমিতা
- সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামীম, সম্পাদক জসিম
- বিক্ষোভের মধ্যে ইন্দোনেশিয়ায় অর্থমন্ত্রীর বাড়ি লুটপাট
- বাংলাদেশ হচ্ছে অ্যাকসিডেন্টের ডিপো : স্বাস্থ্য উপদেষ্টা
- সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে : রিজভী
- নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর
- দেশমাতৃকার সেবায় বিএনপি বলিষ্ঠ ভূমিকা রাখবে : তারেক রহমান
- আইসিইউ থেকে নুরকে নেওয়া হতে পারে কেবিনে
- চবিতে সংঘর্ষের ঘটনায় সব পরীক্ষা স্থগিত
- নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ৩
- চিকিৎসা শেষে দেশে ফিরলেন ড. মোশাররফ
- কাকরাইলে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে যা জানাল সেনাবাহিনী
- গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আসতে বাধা দিচ্ছে সরকারের ভেতরের মহল
- ‘ভয়ংকর’ আফ্রিদির অপকর্মের বর্ণনা দিলেন বন্ধু রাহী
- আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিলেন বাবা মকবুল
- বিএনপি নেতা ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত
- পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম
- শাহবাগ মোড় অবরোধ করেছেন বুয়েট শিক্ষার্থীরা
- যমুনা অভিমুখে বুয়েট শিক্ষার্থীরা, পুলিশের টিয়ারশেল-জলকামানে ছত্রভ
- মধ্যনগরে ওয়ার্ড বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ
- এনসিপির ৮ নেতা চীন সফরে যাচ্ছেন আজ
- শপথ নিলেন ২৫ বিচারপতি
- জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, শিগগিরই প্রকাশ
- পিরোজপুর-২ ধানের শীষ প্রার্থী আহম্মদ সোহেলের ঢাকায় মতবিনিময় সভা
- বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে
- গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
- বিআইডব্লিউটিএ টেন্ডারে অনিয়ম, পছন্দের প্রতিষ্ঠানে স্থগিতাদেশ
- ডাকসু নির্বাচনে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে থাকবে সেনাবাহিনী
- অস্থির বিশ্বে চীন-রাশিয়া সম্পর্ক সবচেয়ে স্থিতিশীল
- জিয়া পরিবারের ত্যাগেই দেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা