সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৯

সৈকতে ভেসে এলো ১০ ফুট লাম্বার মৃত ডলফিন

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২১  

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ১০ ফুট লাম্বার একটি মৃত ডলফিন। গতকাল গভীর রাতে সৈকতের লেম্বুরবনের তিন নদীর মোহনায় ডলফিনটি ভেসে ওঠে। প্রথমে স্থানীয় জেলেরা মাছটি দেখতে পেয়ে মৎস্য বিভাগের কর্মকর্তাদের খবর দেয়।
 
স্থানীয় ট্যুরিজম ব্যবসায়ী কেএম বাচ্চু জানান, মাছটির শীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে জেলেদের আঘাতে মাছটির মৃত্যু হয়েছে। এর আগেও সৈকতে বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি সৈকতে ভেসে আসে। তবে কি কারনে এসব মাছের মৃত হচ্ছে সেটা নিশ্চিত করতে পারেনি মৎস্য বিভাগ। মৃত এসব মাছ সংরক্ষনের জন্য কুয়াকাটায় একটি সংরক্ষনাগার নির্মানের দাবি জানিয়েছেন ট্যুরিজম ব্যবসায়ীরা।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী জানান, সংরক্ষনাগার না থাকায় সকালে মাছটি ট্যুরিষ্ট পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে মাটি চাপা দেওয়া হয়েছে।
 

এই বিভাগের আরো খবর